
নিজস্ব প্রতিবেদক:২২ নভেম্বর( চট্টগ্রাম)
দৈনিক আজকের মানবসময় তার গৌরবময় ৮ বছরের পথচলা প্রতিষ্ঠান বার্ষিকী অনুষ্ঠান উদযাপন করেছে। চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় ও মানব সময়ের সম্পাদক- প্রকাশক মোসলহ উদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা পেট্রোলিয়াম লি. চট্টগ্রাম এর ব্যবস্থাপক মোঃ রাশেদুল হক পারভেজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোরের ডাক পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক কিরণ শর্মা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী মোঃ নূরুজ্জামান কন্ট্রাক্টর,৩৮ নং ওয়ার্ডের বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মহাসচিব এম নজরুল ইসলাম খান,পতেঙ্গা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এস এম দিদারুল আলম, হালিশহর উন্নয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট মোঃ শাহেদ, সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ এস এম এমরান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহসান হাবিব, সংগঠক মোঃ আলমগীর, মোহাম্মদ বিল্লাল হোসেন বেলাল,ডাঃ বিশু কুমার বৈদ্য, অ্যাডভোকেট আবু হানিফ নিহাদ, কবিও লেখক সোমা মুৎসুদ্দি, লেখিকা কাজী শামীমা আক্তার রুবী,সংগঠক দেলোয়ার হোসেন, মোহাম্মদ রিয়াজ উদ্দিন,দূরবিন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ হায়দার আলী জীবন, সাবেক ছাত্রনেতা ও তরুণ সংগঠক মোঃ রায়হান সাদ্দাম রানা,প্রাচিকিসের সাবেক সভাপতি ডাঃ মোঃ ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ কে এম মাজহারুল হক,পাঠক মোহাম্মদ ইমরুল, দিনা আকতার, উদ্যোক্তা মোঃ মাহাবুবুর রহমান মিলন প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
তথ্যের দ্রুত প্রবাহ, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর খবরের বিস্তার এবং অনলাইন প্রতিযোগিতার এই যুগে সত্যনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার মান বজায় রাখা নিঃসন্দেহে বড় একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ ডিঙিয়েই দৈনিক মানবসময় ধরে রেখেছে তার মূল প্রতিশ্রুতি—তথ্যে সততা, সংবাদে বস্তুনিষ্ঠতা এবং সর্বোপরি পাঠকের আস্থা। ৮ম বর্ষপূরতির এই অভিযাত্রায় পাঠকদের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতা শুধু খবর পরিবেশন নয়; সমাজ, রাষ্ট্র ও মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার এক নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ নিয়েই মানবসময় আগামী দিনগুলোতেও এগিয়ে যেতে চায় আরও দৃঢ়তায়, আরও পেশাদারিত্বে।পাঠকের আস্থাই আমাদের পথপ্রদর্শক—আর নৈতিক সাংবাদিকতাই আমাদের ভবিষ্যতের দিশা।
পরিশেষে পত্রিকার বিভিন্ন সময়ে ভালো রিপোর্ট ও পাঠক সংখ্যা বাড়ানো কাজে সহায়তা করায় পাঠক – লেখক সংগঠকদের পুরস্কার প্রদান এবং ৮ম বর্ষপূর্তি উদযাপনে কেক কাটা উৎসব পালন করা হয়।উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply