1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে মেয়র ডা. শাহাদাত হোসেন বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশ জেলা-০৩’র ৪৫ তম কনভেনশন অনুষ্ঠিত। নিরপেক্ষ সাংবাদিকতার বাতিঘর মনজুর হোসেনের জন্মদিনে মিলনমেলা লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের ফ্রি কর্ণছেদন, খতনা ও চক্ষু শিবির অনুষ্ঠিত চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ শ্রীদাম চন্দ্রের স্মরণসভায় বক্তারা- “শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথ সমাজের অনুকরণীয় আদর্শ” পেকুয়ায় মসজিদের ইমাকে রাজকীয়ভাবে বিদায়ী সম্মাননা দিয়েছেন এলাকাবাসী পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি চসিক মেয়রের আলাউদ্দিন আরাফাত’র চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আমজনতার দলের নমিনেশন পেপার সংগ্রহ

নারীদের স্বনির্ভরতার নতুন দিগন্ত: এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের ব্লক বাটিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত।

  • সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ পঠিত

 

আজ রবিবার সকাল ১১টায়, আমানত ছফা বদরুন্নেসা মহিলা কলেজে চন্দনাইশ উপজেলার সরকারি নিবন্ধিত, অরাজনৈতিক, যুব উন্নয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন, নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশন তথা এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আর্থিক সহায়তায় বেকারত্ব কমানোর লক্ষ্যে ব্লক বাটিক কারুশিল্প প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে ৩০ জন বেকার যুবতী নতুন দক্ষতা অর্জন করে অর্থনৈতিক স্বাধীনতার পথে এগিয়েছে, যা এলাকায় নারীদের ক্ষমতায়নের এক নতুন অধ্যায় উন্মোচন করেছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন আফমাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে সংগঠনের উপদেষ্টা ও চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সংগঠনের উপদেষ্টা ও চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আলম, চন্দনাইশ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌফিক আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেম উদ্দীন চৌধুরী, প্রশিক্ষক সেলিনা আক্তার রওশন, চন্দনাইশ প্রেসক্লাবের সদস্য মুহাম্মদ লোকমান হাকিম এবং প্রশিক্ষণার্থী ইমু আক্তার।

 

উল্লেখ্য যে গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখ হতে শুরু হওয়া এই ৭ দিনের বিনামূল্যে প্রশিক্ষণ আজ সম্পন্ন হয়েছে।

এতে চন্দনাইশের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে ৩০ জন বেকার নারী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণকালে প্রত্যেককে ৬০০ টাকা যাতায়াত ভাড়া প্রদান এবং সরকারি স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্লক বাটিক কারুশিল্পে দক্ষতা অর্জন করে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করবে, যা আয়োজকদের মতে বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন (আফমাস) বলেন, আমরা দীর্ঘদিন ধরে যুব উন্নয়নে কাজ করে আসছি। এই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান বিশ্ব অর্থনীতিতে চাকরির সুযোগ সীমিত হওয়ায় বেকারত্বের সমস্যা ক্রমশ বাড়ছে।এই সংকট থেকে উত্তরণে যুবকদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ উপায়। আমরা সকলের কাছে আবেদন জানাই, যেন তারা নিজেদের দক্ষতা উন্নয়নে এগিয়ে এসে স্বনির্ভরতা অর্জনের পথে কাজ করে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট