মোঃ শেখ ফরিদ ।
তথ্য উপাত্ত যাচাই করতে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য বাছাই হওয়া ২২ দলকে ডেকেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে কয়েকটি দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।
নিবন্ধনপ্রত্যাশী মোট ১৪৩টি দলের মধ্যে বাছাইয়ে উত্তীর্ণ ২২টি দল হলো: ফরোয়ার্ড পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলিউশন পার্টি ও নতুন বাংলাদেশ পার্টি।
আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হবে। এ ছাড়া কোনো সদস্য আগে সংসদ সদস্য ছিলেন বা পূর্ব-নির্বাচনে ৫ শতাংশ ভোট পেয়েছেন, তা-ও নিবন্ধনের যোগ্যতার শর্ত হিসেবে ধরা হয়। এই প্রধান শর্ত ছাড়াও আরও কিছু নিয়ম-কানুন মেনে আবেদন করতে হয়।
Leave a Reply