মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম, বলেছেন, “পর্যটনের বিকাশ মানে অর্থনীতির অগ্রগতি। আর সে বিকাশে নিরাপদ, পেশাদার এবং জনবান্ধব পুলিশিংই মূল চাবিকাঠি।”
বৃহস্পতিবার ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ট্যুরিস্ট পুলিশের অফিসার ও ফোর্সদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন
মোঃ রুহুল আমিন, বিপিএম-সেবা, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স
মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, অতিরিক্ত ডিআইজি, ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগ,বিধান ত্রিপুরা, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম বিভাগ
ডা. মোঃ এমদাদুল হক, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ভারপ্রাপ্ত), খুলনা-বরিশাল বিভাগ
এবং ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় দেশের বিভিন্ন রিজিয়নের পুলিশ সুপারগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সভায় আইজিপি বাহারুল আলম বলেন, “বিশ্বের পর্যটনবান্ধব দেশগুলোর মতো আমাদেরও পুলিশকে হতে হবে পর্যটকদের প্রকৃত বন্ধু ও সহযোগী।” তিনি ট্যুরিস্ট পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত উচ্চতর প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হয় মাঠপর্যায়ের বাস্তব চ্যালেঞ্জ ও করণীয়। কর্মকর্তারা জানান, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তথ্যসেবা, দ্রুত রেসপন্স ও পর্যটকদের প্রতি সদাচরণ—সব কিছুতেই ট্যুরিস্ট পুলিশ ইতিবাচক ভূমিকা রাখছে এবং এ অঙ্গীকার ভবিষ্যতে আরও দৃঢ় হবে।
সভা শেষে আইজিপি পর্যটন পুলিশ সদস্যদের সঙ্গে ছবি তোলেন এবং উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন।
Leave a Reply