1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম গুজরায় স্বামী স্বরুপানন্দ গিরি মহারাজের ১৫৪তম আবির্ভাব দিবসে আলোচনাও সম্মাননা প্রদান। ১৪শ লোকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আমিরাতের প্রেসিডেন্ট আল নাহিয়ান ৩ হাজার বন্দী’কে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ “৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা -৬” যৌথ গল্পগ্রন্থে “সেরা গল্প লেখিকা ২০২৫” হলেন যাঁরা সীতাকুণ্ডে সিকিউরসিটি শপিং কমপ্লেক্সের মাসব্যাপী বিক্রয় মেলার উদ্বোধন চট্টগ্রামে সাধু মিষ্টি ভান্ডারকে লাখ টাকা জরিমানা, মাছি, তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি বোয়ালখালীতে বিদায়ী ইউএনওকে প্রেস ক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বোয়ালখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোয়ালখালী বহদ্দারপাড়া বিএনপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর ইউএনও মোঃ রহমত উল্লাহকে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক “লোকবাদক বিনয়বাঁশী” গ্রন্থ উপহার

পশ্চিম গুজরায় স্বামী স্বরুপানন্দ গিরি মহারাজের ১৫৪তম আবির্ভাব দিবসে আলোচনাও সম্মাননা প্রদান।

  • সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ পঠিত

রতন বড়ুয়া, চট্টগ্রাম।

রাউজান উপজেলার ১২নংউরকিরচর ইউনিয়নের পশ্চিম গুজরা কেরানীহাট স্বামী স্বরুপানন্দ গিরি মহারাজের জম্মজনপদে স্বামী স্বরুপানন্দ মঠ প্রাঙ্গনে দুইদিন ব্যাপি শ্রী শ্রী গীতাযজ্ঞ, দীক্ষাদান, সম্মাননা প্রদান অনুষ্ঠান ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
দুই দিন ব্যাপিএই ধর্মীয়অনুষ্ঠানের ২৯ নভেম্বর স্হানীয় ওঅতিথিদের পরিবেশনায়ধর্মীয় সংগীতানুষ্ঠান,বিশ্ব শান্তিকামনায় প্রার্থনাও হরিও কীর্তন পরিবেশন করাহয়। ৩০ নভেম্বর রবিবার ১০টায় পবিত্র গীতা যজ্ঞেরশুভ সুচনাকরা হয়।শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের পৌরহিত্যে দীক্ষা প্রদান করা হয়।সন্ধ্যায় শুরু হয় ধর্মালোচনা,সম্মাননা প্রদান ও ভুমিদান।
উদযাপন পরিষদের সভাপতি নেপাল করের সভাপতিত্বেও পরমেশ ধরের সঞ্চালনায় স্বাগত বক্তব্যরাখেন শিক্ষক রঞ্জিত দাশ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদিপ প্রজ্জলন করেন সীতাকুণ্ড শংকর মঠ এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামীতপনা নন্দ গিরিমহারাজ।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সনাতনীবাগ্মী ও গ্রন্হ প্রনেতা অধ্যাপক স্বদেশচক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন পশ্চিম গুজরা ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরের সিনিয়র সহ-সভাপতি মৃদুল পারিয়াল, কৈলাসেশ্বরী কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি মাখন বনিক ।
সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা স্বপন চৌধুরী, শিক্ষক সিদুল কান্তি ধর,আশালতা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী স্কাইল্যাব দে, লেখক ও কবি মিলন বনিক,সংগঠক চন্দন বিশ্বাস, রঘুনাথ ঠাকুর মন্দির পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক পিন্টু ধর, অধ্যাপক রাজীব ঘোষ, প্রকৌশলী সঞ্জিব বণিক, রক্ষাকালী কালী মন্দিরপরিচালনা পরিষদের সাধারন সম্পাদক অসীম পারিয়াল ।এতে আরো বক্তব্য রাখেনউদযাপন পরিষদের সাধারন সম্পাদক রুবেল ঘোষ, ভুমি দাতা সবুজ দাশ, কাঞ্চন দাশ।
উক্ত অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চিত্রা রানী দে, কৃঞ্চ পদ দে , অমর কৃঞ্চ বনিক,দুলাল শীল ও কানু কুমার দে কে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সীতাকুণ্ড শংকর মঠ এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এর নিকট ভুমি দানের দলিল হস্তান্তর করেন ভূমিদাতা সবুজ দাশ ও কাঞ্চন দাশ ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট