“পাঁচ ওয়াক্ত নামাজ”
মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
আহা! আযানের ধ্বনিতে বান্দা আল্লাহর তরে
ফজরের নামাজ কায়েমে মু’মিন জাগ্রত ঘরে।
যুহরের নামাজ কায়েমে আগে করেনি আহার
প্রভূর খুশীতে কবুল হয় যেন ইবাদত তাহার।
আসরের নামাজে তাহার ঘটেনি কোন ব্যত্ত্যয়
মাগরিবের নামাজ তাহার আর কাযা নাহি হয়।
এ’শার নামাজে তাহার নেই কোন গাফিলতি
কবুল কর আল্লাহ তুমি- তোমার বান্দার মিনতি।
তাহাজ্জুতের নামাজে তাহার রাত্রি হয় গভীর
আধ্যাত্মিক সাধনায় প্রভূর সান্নিধ্য নিবিড়।
পবিত্র পোশাক গায়ে জায়নামাজে সে বসা
আরাধনা তাহার একাগ্রচিত্তে আল্লাহ্ ভরসা।
রুকু সিজদায় করে স্মরণ দীদারে মাওলার
না দেখলেও তুমি দেখছ প্রভূ এ বিশ্বাস সবার।
পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ্ করো হে কবুল
যদিও হয় গুনাহগার বান্দার- শত সহস্র ভুল।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply