
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন পূর্বাশার আলো’র ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৪ অক্টোবর নগরীর একটি এতিম ও হাফেজখানায় শিশুদের খাবার, কোরআন বিতরণ ও এইচএসসি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি মোঃ আবু সাদেক’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মুনতাসির মাহমুদের সঞ্চালনায় ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী রবিউল হোসেন’র সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হেজাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ আমান উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন , বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক লেখক নাজিম উদ্দীন উদ্দিন চৌধুরী এ্যানেল, সংগঠনের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যাংকার কফিল উদ্দিন রানা, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ.কি এম মোসলেহ উদ্দীন চৌধুরী, সমাজকর্মী হাজী শহীদুর রহমান , লেখক সংগঠক আসিফ ইকবাল , দপ্তর সম্পাদক মহি উদ্দীন হেলালী, সংগঠক সোহেল রানা, ইয়াসির আরাফাত প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আলোকিত মানুষ ছাড়া কখনও আলোকিত ভোর আসে না, পূর্বাশার আলো সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে যে কাজ করে যাচ্ছে তা সর্ব মহলে প্রশংসিত।
পূর্বাশার আলো’র মতো সমাজিক সংগঠনগুলোকে উজ্জীবিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
Leave a Reply