শহীদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা কাঁচাবাজারের পিছনের অন্ধকার গলিতে কৌশলগত অভিযানে পূর্বের মামলার এক কিশোর আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত জিসান মির্জা (১৬) দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধচক্রের সঙ্গে যুক্ত থেকে নানা অপকর্মে জড়িত ছিল বলে জানা গেছে। তার গ্রেফতারে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।
সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব মোঃ আমিরুল ইসলাম এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ জাহাঙ্গীর ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসান এর কঠোর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়ার নেতৃত্বে এসআই মোঃ আরিফ হোসেন সংগীয় ফোর্সসহ বিশেষ এ অভিযান পরিচালনা করেন। এ সময় ইপিজেড থানার মামলা নং-০৫, ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি-এর তদন্তভুক্ত আসামী মোঃ জিসান মির্জা গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত জিসান মির্জার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ইসাপুর/ভেন্ডার বাড়ি, ৮নং পাইকপাড়া ইউনিয়নে। তার পিতা মোঃ রাশেদ, মাতা সুমি বেগম। বর্তমানে সে চট্টগ্রামের বিজয়নগরে বসবাস করছিল এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছিল।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, এ কিশোরকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে ব্যবহার করে আসছিলেন। তার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের তৎপরতা দিন দিন বাড়ছিল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।
এ ধরণের অপরাধচক্র ও প্রভাবশালীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে নিশ্চিত করেছে সিএমপি’র বন্দর বিভাগ।
Leave a Reply