
পবিত্র ফাতেহা এ ইয়াজ দাহুম উদযাপন ও তিন যুগ বর্ষ পুর্তি উপলক্ষে ফটিকছড়ি দক্ষিণ ধর্ম পুর গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের ৩৬ তম বিশাল সুন্নী সমাবেশ আগামী ২২ ডিসেম্বর সোমবার সারাদিন ব্যাপী স্হানীয় হাজী মোশারফ আলী স্কুল সংলগ্ন পশ্চিম ময়দানে অনুষ্ঠিত হবে এতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও সুন্নী ঐক্য জোটেের সম্মানিত শীর্ষ নেতৃত্ব বৃন্দগন উপস্থিত তাকবেন সমাবেশ সফল করার জন্য ধর্মপ্রাণ সুন্নী মুসলমানদের আহবান জানিয়েছেন
গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব এ কে এম বখতিয়ার ও মুখপাত্র মওলানা শহিদুল্লাহ কাদেরী
Leave a Reply