প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ আসবেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের (আইএইচআরসি) পরিচালক (কূটনৈতিক ও ফাইন্যান্স) গোলাম সরোয়ার খান ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারী উম্মে আফরোজ শারমিন আক্তার সোনিয়া। ২৮ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার সকাল ৮ টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ডেনমার্ক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
আইএইচআরসি নেতৃবৃন্দ এক মাস বাংলাদেশ অবস্থান করবেন। অবস্থানকালে তারা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পরিবার ও আহতদের সাথে সাক্ষাত করবেন, রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং ফেলানীর বাবা-মায়ের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়াও গত ১৬ বছরে গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সাথে সাক্ষাত করবেন। বাংলাদেশ সফরকালে তারা সারাদেশের মানবাধিকার পরিস্থিতির রিপোর্ট সংগ্রহ করবেন এবং সেই রিপোর্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে দাখিল করবেন।
Leave a Reply