1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই বোয়ালখালীতে অটোরিকশার ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫ বোয়ালখালীতে তিন ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা বাংলাদেশে উন্নত চিকিৎসা সহায়তার নতুন অধ্যায়, চট্টগ্রামে মিলবে থাইল্যান্ডের মেডপার্ক হসপিটালের সেবা চট্টগ্রামের ভাইরাল মেম্বার হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় এক পথচারীর মৃত্যু হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল সাপের কামড় খেয়ে হলে বসা হয়নি হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। খাগড়াছড়ি জেলা পরিষদে চেয়ারম্যানকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ চব্বিশের গণ-অভ্যুত্থানে শ্রমিকজনতার অবদান ও ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে –আ ন ম শামসুল ইসলাম

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত ।

  • সময় রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৮ পঠিত

 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র  ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে। আজ ১৬ ই ডিসেম্বর দিনের কর্মসূচির শুরুতে সকাল দশটায়  বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজু’র নেতৃত্বে র‍্যালী করে  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল সাড়ে দশটায় আলোচনা সভা আয়োজন করা হয়। বি টি ভি চট্টগ্রাম কেন্দ্রের  জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজু’র সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধকালীন মুক্তিযুদ্ধের বিএলএফ এর চট্টগ্রাম অঞ্চলের অন্যতম  কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা:  মাহফুজুর রহমান, অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন  একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি ও সাংবাদিক আবুল মোমেন। প্রোগ্রাম কন্ট্রোলার রোমানা শারমিন,  মুখ্য চিত্রগ্রাহক নিয়ন্ত্রক পান্থ রেজা, বিজ্ঞাপন কর্মকর্তা
মোঃ সাইফুল ইসলাম, হিসাব সহকারী মাকসুদুল আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ শওকত ইকবাল চৌধুরী।
আলোচনায় অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডা:  মাহফুজুর রহমান বলেন, বাঙালির দীর্ঘদিনের লালিত স্বপ্ন স্বাধীন ভূখণ্ড অর্জনের জন্য যে লড়াই সংগ্রাম ছিল তার চূড়ান্ত রূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা। তিনি বলেন,  আমরা মুক্তিযোদ্ধারা বাংলার জনগণকে সাথে নিয়ে এ দেশ স্বাধীন করেছি, বিজয়ের এই দিনে আমি সবার প্রতি রক্তিম শুভেচ্ছা জানাই।  একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন,
বাংলা ও বাঙালির অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করবার জন্য আমাদের সবাইকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে,  স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন মঞ্জু বলেন,
ত্রিশ লক্ষ শহীদের রক্ত, দু লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতাকে আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কর্মগুলো সততার সহিত সম্পাদন করতে হবে। তিনি বলেন, আমরা যদি সবাই নিজ কর্মে উদ্দোমি ও সৎ থাকি তাহলে আমাদের দেশ হবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবার মত একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ। সবশেষে উপস্থিত সবাইকে বিজয়ের শুভেচ্ছা  জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট