
নিজস্ব প্রতিবেদক :
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিক্ষা চিন্তক ও ইসলামী গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরাবিয়ান লিডারশীপ মাদরাসার অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইব্রাহীম ছিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ মহসিন, শিক্ষানুরাগী মুনতাসির মামুন তারেক, গবেষক শায়খ মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সাঈদ প্রমুখ।
মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন, আজকের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম কেবল একটি দান নয়; এটি মানবতার প্রতি দায়িত্ববোধ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি বিনম্র প্রয়াস। আমাদের সামান্য সহযোগিতা যদি কোনো শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।শীতবস্ত্র বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply