1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: অবৈধ অস্ত্র উদ্ধার ও কিশোর গ্যাং দমনে কড়া পদক্ষেপ এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীন বাংলা মডেল স্কুলে পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২৪-বৃত্তি হস্তান্তর তুহিন হত্যায় জবাবদিহি চায় সাংবাদিক সমাজ কর্নফুলীর মোহনায় নৌকাডুবে নিখোঁজ ৩ জেলের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড রাজধানীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার। খণ্ডিত মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় এ+ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করেন তাদের মৃত্যু নেই – মুহাম্মদ শাহ আলম বাঘাইছড়ি মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর শ্রমিকজনতার জুলাই মিছিল অনুষ্ঠিত

  • সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৭৩ পঠিত

মোঃ আবদুল আলী

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে শ্রমিকজনতার জুলাই মিছিল আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী। চট্টগ্রামের আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে টেরিবাজার, লালদীঘি, কোতোয়ালি মোড় প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে মিছিল শেষ হয়। মিছিলোত্তর শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহম্মদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী , সহ-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল জামায়াতে ইসলামীর কোতোয়ালী থানার সেক্রেটারি মোশতাক আহমদ, শ্রমিক কল্যাণ মহানগরীর সাংগঠিক সম্পাদক হামিদুল ইসলাম।

মিছিলোত্তর সমাবেশে এস এম লুৎফর রহমান বলেন, ষোলো বছরের আওয়ামী জুলুম-নির্যাতনে অসংখ্য মানুষ শহিদ হয়েছে। হাজার হাজার নাগরিক আহত ও নির্যাতিত হয়েছে। সেইসব জুলুম-নিপীড়নের গণবিস্ফোরণ ছিল চব্বিশের জুলাই। প্রায় দেড় হাজার ছাত্র, শ্রমিক, শিশু ও নাগরিকের জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত দেশ পেয়েছি। এই রক্তলাল জুলাইয়ে জীবন দিয়েছে আমাদের ভাই দোকানশ্রমিক উমর ফারুক। রক্ত দিয়েছে টগবগে তরুণ ছাত্র আবু সাঈদ, মীর মাহাফুজুর রহমান মুগ্ধ, ফয়সাল আহমদ শান্ত ও ওয়াসিম আকরাম। এই রক্ত ও জীবনের বিনিময়ে আমরা আজ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পলায়নের এক বছর পূর্ণ হলেও অনেক ক্ষেত্রে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। আওয়ামী খুনিদের বিচার হয়নি। শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসন যথাযথভাবে হয়নি। শ্রমিকজনতার প্রতি বৈষম্য দূর হয়নি। এটা দুঃখজনক বাস্তবতা। অনতিবিলম্বে জুলাইয়ের খুনীদের বিচার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শ্রমিকজনতার প্রতি বৈষম্য দূর করতে হবে। সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম, নিপীড়ন বন্ধ করতে হবে। সর্বোপরি, জুলাইয়ের শহিদদের রক্তের ঋণ শোধ করতে একটি বৈষম্যমুক্ত সমাজ ও দেশ গড়ে তুলতে হবে।

শ্রমিকজনতার জুলাই মিছিল ও মিছিলোত্তর সমাবেশে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মুহাম্মদ নুরুন্নবী, স.ম.শামীম, মনিরুল ইসলাম মজুমদার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইঞ্জি: সাইফুল ইসলাম, আবদুর রহিম মানিকসহ বিভিন্ন সেক্টর নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট