আনোয়ার হোছাইন,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
পুলিশের সাহসিকতায় মায়ের কোল ফিরে পেল ১৪ মাসের এক দুধের শিশু। পারিবারিক কলহের জেরে পাঁচ দিন ধরে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত শিশুটি অবশেষে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের তৎপরতায় মায়ের কোলে ফিরে আসে।
ভুক্তভোগী রোকসানা আক্তার (১৮) অভিযোগ করেন, গত সোমবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে তার স্বামী মোঃ শামিম মিয়া (২০) তাকে মারধর করে শিশু সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়। এ সময় শিশুটিকে মায়ের কোলে না দিয়ে আটকে রাখে শ্বশুরবাড়ির লোকজন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করলে বিবাদী পক্ষ সালিশে না এসে কালক্ষেপণ করতে থাকে।
এদিকে পাঁচদিন ধরে সন্তানকে দুধ পান করাতে না পারায় রোকসানা আক্তার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শিশুটিও মায়ের আদর ও পরিচর্যা থেকে বঞ্চিত হয়ে অসুস্থ হয়ে পড়ে।
অবশেষে শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় তিনি বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে এসে লিখিত অভিযোগ দায়ের করলে, তদন্ত কেন্দ্রের ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) মোঃ আসলম আহমদের নেতৃত্বে এএসআই (নিঃ) সুমন রুদ্র, এএসআই (নিঃ) রনজিৎ চৌধুরী, নারী কনস্টেবল জাহানারা আক্তার এবং সঙ্গীয় ফোর্স দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করেন।
উক্ত বিষয়ে জানতে চাইলে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, “একজন মা ও শিশুর মধ্যে সম্পর্ক সবচেয়ে পবিত্র। একটি দুধের শিশুকে মায়ের বুক থেকে বিচ্ছিন্ন করে রাখা অমানবিক। আমরা শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে গর্বিত।”
রোকসানা আক্তার উক্ত ঘটনার বিষয়ে কাঁদতে কাঁদতে এ প্রতিবেদককে বলেন, “পাঁচ দিন আমার বুকের দুধ আটকে ছিল, পুলিশ না থাকলে হয়তো আমার সন্তানকে ফিরে পেতাম না। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
এদিকে এলাকায় মানবিক এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবাধিকারকর্মীরা পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply