1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
“ধানের শীষের বিজয়ই লক্ষ্য—৩৯নং ওয়ার্ড বিএনপির টানা উঠান বৈঠকে ঐক্যের অঙ্গীকার” চট্টগ্রামমুখী বাসে মদের গোপন রুট—র‌্যাবের অভিযানে ফাঁস ডক্টর মোহাম্মদ ফয়েজ উদ্দিন‌ের আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ কবিতাঃ বৃষ্টি পড়ে -স্বর্ণা তালুকদার রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে  এক কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার,পাঁচ মাদক কারবারি আটক মানুষের পাশে থাকার লড়াই—নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন শ্রমিকদল নেতা বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীর সাজা বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন চট্টগ্রাম- কক্সবাজার রেলসড়কে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ জরুরি:নিরাপত্তাহীনতায় যাত্রীরা -আলমগীর আলম

বাইশারীতে মায়ের কোল ফিরে পেল দুধের শিশু: পুলিশের মানবিক উদ্যোগে মিললো স্বস্তি

  • সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২২৫ পঠিত

আনোয়ার হোছাইন,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

পুলিশের সাহসিকতায় মায়ের কোল ফিরে পেল ১৪ মাসের এক দুধের শিশু। পারিবারিক কলহের জেরে পাঁচ দিন ধরে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত শিশুটি অবশেষে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের তৎপরতায় মায়ের কোলে ফিরে আসে।

ভুক্তভোগী রোকসানা আক্তার (১৮) অভিযোগ করেন, গত সোমবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে তার স্বামী মোঃ শামিম মিয়া (২০) তাকে মারধর করে শিশু সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়। এ সময় শিশুটিকে মায়ের কোলে না দিয়ে আটকে রাখে শ্বশুরবাড়ির লোকজন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করলে বিবাদী পক্ষ সালিশে না এসে কালক্ষেপণ করতে থাকে।

এদিকে পাঁচদিন ধরে সন্তানকে দুধ পান করাতে না পারায় রোকসানা আক্তার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শিশুটিও মায়ের আদর ও পরিচর্যা থেকে বঞ্চিত হয়ে অসুস্থ হয়ে পড়ে।

অবশেষে শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় তিনি বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে এসে লিখিত অভিযোগ দায়ের করলে, তদন্ত কেন্দ্রের ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) মোঃ আসলম আহমদের নেতৃত্বে এএসআই (নিঃ) সুমন রুদ্র, এএসআই (নিঃ) রনজিৎ চৌধুরী, নারী কনস্টেবল জাহানারা আক্তার এবং সঙ্গীয় ফোর্স দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করেন।

উক্ত বিষয়ে জানতে চাইলে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, “একজন মা ও শিশুর মধ্যে সম্পর্ক সবচেয়ে পবিত্র। একটি দুধের শিশুকে মায়ের বুক থেকে বিচ্ছিন্ন করে রাখা অমানবিক। আমরা শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে গর্বিত।”

রোকসানা আক্তার উক্ত ঘটনার বিষয়ে কাঁদতে কাঁদতে এ প্রতিবেদককে বলেন, “পাঁচ দিন আমার বুকের দুধ আটকে ছিল, পুলিশ না থাকলে হয়তো আমার সন্তানকে ফিরে পেতাম না। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

এদিকে এলাকায় মানবিক এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবাধিকারকর্মীরা পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট