আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী ও পাইলট নিহতেদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২শেজুলাই রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে ২১ জুলাই ২০২৫ মাইনস্টোন স্কুল এন্ড কলেজ বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পাইলট সহ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত ও নিহতেদের জন্য বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সম্মানিত সভাপতি দীপন তালুকদার দিপু। উপস্থিত ছিলেন ওমর আলী সভাপতি বাঘাইছড়ি উপজেলা বিএনপি জনাব জাবেদুল আলম( জাবেদ) সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি নিজামউদ্দিন (বাবু) সভাপতি বাঘাইছড়ি পৌর বিএনপি রহমত উল্লাহ (খাজা) সাধারণ সম্পাদক বাঘাইছড়ি পৌর বিএনপি।
অনুষ্ঠানে বক্তারা বলেন জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া এ দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহতকরেছে। বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এই শোকের সময় একাত্মতা প্রকাশ করে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার দৃঢ়অঙ্গীকার জানাচ্ছেন।”মিলাদ ও দোয়া পরিচালনা করেন মধ্যমপাড়া জামে মসজিদের খতিব রবিউল ইসলাম মাইনস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply