1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীতবস্ত্র বিতরণকালে সিডিএ’র বোর্ড মেম্বার প্রকৌশলী মনজারে খোরশেদ আলম শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব সীতাকুণ্ডে আদর্শ ছাত্র ও যুব সমাজের সাপ্তাহব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। সীতাকুণ্ডে ফুল উৎসবের উদ্বোধন ব্যারিস্টার নাজিরের প্রতিভা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: ভিসি পাটোয়ারী স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল ড. ওয়ালী তছর উদ্দিনকে ইবিএফসিআই’র সংবর্ধনা প্রদান সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে গৃহকর্তার আত্মহত্যা সীতাকুণ্ডে উৎসবে থাকবে ১৪৫ প্রকারের ফুল – জেলা প্রশাসক কক্সবাজারে শতাধিক মাদ্রাসার ছাত্রদের বিনামূল্যে ডেন্টাল চেকআপ। চট্টগ্রা‌মে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২০৩ পঠিত

সুমন চৌধুরী
সদর প্রতিনিধি

পরিবেশ দূষণ রোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য স্বাভাবিক রাখতে সকলকে গাছ লাগাতে হবে এবং অন্যদেরকেও গাছ লাগাতে উদ্ভুদ্ধ করতে হবে। বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বান্দরবান জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি।

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই স্লোগান কে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার (২৫শে জুন) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়,র‍্যালীটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এশে শেষ হয়।পরে জেলা প্রশাসক কার্যালয়ের অভ্যন্তরে গাছের চারা রোপন করেন শামীম আরা রিনি। এছড়া দিবসটি উপলক্ষে, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু তালেব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, আবদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক, এস এম মঞ্জুরুল হক,পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ে সহকারী পরিচালক, মোঃ রেজাউল করিম, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশননার বৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মো:সেলিম উদ্দিন,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাংবাদিক মুহাম্মদ আলী, আরবান কমিউনিটি ভলান্টিয়ার তরুন চীফ এবং লিডার মোসা রুমানা আক্তার,এবি ফাউন্ডেশন লিডার আব্দুল আলিম,
পরিবেশ ক্লাব অব ইয়ুথ ফোরাম,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষার্থী বৃন্দ।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট