
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়া আমিরুল আউলিয়া দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে – এপেক্স ক্লাব অব পটিয়ার কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৬ সালের সভাপতি এপে.জসিম উদ্দিন,সেক্রেটারি এন্ড ডিএনই এপে. এস এম আবু হেনা, সার্ভিস ডাইরেক্টর শফিকুল আলম বশর, সার্জন এ্যাট আর্মস এপে. আলী কদর জীবন, এপে. নাঈম উদ্দিন আলমদার মাদ্রাসা সুপার সরওয়ার আমিরী প্রমুখ।
এতে বক্তারা বলেন মহান বিজয় দিবস বাঙালী জাতির অহংকার
আজকের এই কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অত্যন্ত আনন্দ ও অনুপ্রেরণার। কুইজ শুধু জ্ঞান যাচাইয়ের মাধ্যম নয়, বরং চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার একটি কার্যকর উপায়।
মাদ্রাসা শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও সমসাময়িক বিষয়ে দক্ষতা অর্জন করলে তারা দেশ ও জাতির জন্য আরও বড় ভূমিকা রাখতে পারবে। আজ যারা অংশগ্রহণ করেছে, সবাই বিজয়ী—কারণ জ্ঞান অর্জনই সবচেয়ে বড় পুরস্কার।
আয়োজক, শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানাই।
বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন এবং সকলের জন্য রইল উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।
পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply