1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মায়াবী আলো -স্বর্ণা তালুকদার ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরীর ১৮তম স্মরণ সভা অনুষ্ঠিত সরকারের ব্যর্থতায় জনদুর্ভোগ চরমে — রাস্তাঘাটে জামায়াতের জনসেবামূলক উদ্যোগে ফিরছে আশার আলো স্বাধীনতা – সফলতার স্বপ্নসিঁড়ি পুরস্কার ২০২৬ পেলেন যাঁরা সীতাকুণ্ডে ওয়াজ মাহফিলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা দিয়েছে আদর্শ ছাত্র ও যুব সমাজ। লায়ন্স ক্লাব অফ চিটাগং ইউনাইটেড স্টারস, লিজেন্ড ও মেট্রোপোলিটনের উদ্যোগে পটিয়ার কুসুমপুরায় বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত। কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইউনিয়ন বিএনপির সদস্য মাসুদ গ্রেপ্তার ভজঘট পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থনীতিতে মালদ্বীপে বাংলাদেশের তরুণ শিক্ষানবিশ আইনজীবী অর্ক রায় আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত “শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় বিশেষ অবদান” পটিয়ার এক জনদরদীর নাম মীর আবুল হোসেন মাষ্টার।

ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরীর ১৮তম স্মরণ সভা অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩০ পঠিত

 

ভাষা সৈনিক মরহুম বদিউল আলম চৌধুরীর মতো নির্লোভ নিষ্ঠাবান স্পষ্টবাদী সমাজ সংস্কারকের বড়ই অভাব বর্তমান সমাজে –মেয়র ডা: শাহাদাত হোসেন।

এম.এইচ সোহেল:

ভাষা সৈনিক মরহুম বদিউল আলম চৌধুরীর ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন ভাষা সৈনিক মরহুম বদিউল আলম চৌধুরী ৫২ ভাষা আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন।মরহুম বদিউল আলম চৌধুরী সাথে আমার খুব বেশি ঘনিষ্ঠতা ছিল না তবে তার মৃত্যুর আগের দিন অর্থাৎ ২০০৭ সালের ৯ই অক্টোবর সন্ধ্যায় উনাকে হাসপাতালে দেখতে গেলে শোয়া থেকে উঠে বসে পড়েন এবং আলাপচারিতায় তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সত্যিকারের দেশপ্রেমিক, তিনি আগামী দিনে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবেন। মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আরো বলেন সমাজে স্পষ্টবাদী লোকের বড়ই অভাব এক্ষেত্রে তার সন্তানদের মরহুম বদিউল আলম চৌধুরী যে শিক্ষা দিয়েছেন তা সত্যিই অনুকরণীয় ।সমাজের আজ বদিউল আলম চৌধুরীর মত নির্লোভ, নিষ্ঠাবান স্পষ্টবাদী ব্যক্তিদের বড়ই অভাব।
ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ এর উদ্যোগে আজ সন্ধ্যা ছয়টায় লালদীঘি দক্ষিণ পাড়স্থ সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি হলে স্মরণ সভা উদযাপন কমিটির সভাপতি কাজী শাহাদাত হোসেনের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সঞ্চালনা করেন কাজী খোরশেদুল আলম এডভোকেট জায়েদ বিন রশিদ এবং প্রশান্ত কুমার পান্ডে। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এবং ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরীর কন্যা ড: নাজনীন কাউসার চৌধুরী বলেন দেশের জন্য কাজ করতে হলে সবাইকে নিয়ে মনে প্রানে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা দেশ বিনির্মাণে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যোগ্য লোকদের কাজ করার সুযোগ করে দিতে হবে। আমার বাবা মরহুম ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরী আমাকে কলমের মাধ্যমে দেশ সেবার অনুপ্রেরণা দিয়েছেন ।আমি এখন সেই কলমের মাধ্যমে দেশের সেবা করার কাজে নিয়োজিত আছি।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদী পত্রিকার সম্মানিত সম্পাদক এম এ মালেক বলেন মরহুম বদিউল আলম চৌধুরী স্মারক গ্রন্থে চারটি বিষয় উল্লেখ আছে ভাষা সৈনিক, রাজনীতিবিদ, সমাজসেবক এবং শিক্ষা অনুরাগী। এই চারটি উপাধি তার জন্যই যথেষ্ট। তিনি আরো বলেন এই চারটি শব্দের মধ্যে আমরা তাকে জানতে পারব চিনতে পারব শিখতে পারবো এবং বুঝতে পারব।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ্ব এরশাদুল্লাহ বলেন বদিউল আলম চৌধুরীর জীবনকে অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে দেশ সেবায় আমাদের সবাইকে ভূমিকা রাখার জন্য এগিয়ে আসতে হবে।
উক্ত সরণ সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন ইষ্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডঃ নাজিমুদ্দিন, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী ,প্রেসক্লাব এর সদস্য সচিব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জাহেদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক হারুন জামান ,যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন ,সদস্য কামরুল ইসলাম ,বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব বেলায়েত হোসেন কাট্টলি নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় এর সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন চৌধুরী, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহেরা বেগম ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বাবু অসিত কুমার দাশ পুলক, জামিতুল ফালাহ মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান ,এম ই এস এর কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য নেছার আহমেদ বুলু ও কলিমুদ্দিন চৌধুরী বি এস সি প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট