1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায়  চুরিকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ ভাসমান চোর গ্রেপ্তার কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৩০ দুষ্কৃতিকারীকে চট্টগ্রামে প্রবেশ-অবস্থান নিষিদ্ধ করলেন সিএমপি কমিশনার দক্ষিণ বাকলিয়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার আল আইন রাউজান ঐক্য পরিষদ সভাপতি আজগর চৌধুরীর মাতৃবিয়োগ : গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ পাহাড়তলীতে সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরষ্কার বিতরণী সাফল্যের গৌরবময় ২৫ বছরে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির জয়তজয়ন্তী পালিত চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, চসিক মেয়র

ভোট নয়, সেবা— জনগণের পাশে জামায়াত প্রার্থী শফিউল আলমের হালিশহরে উন্নয়ন উদ্যোগ

  • সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২৯ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে দীর্ঘদিন অবহেলিত থেকে চলাচলের অযোগ্য হয়ে পড়া নিউমুরিং ভোলা ফকিরের বাড়ির রাস্তাটি অবশেষে সংস্কারের আওতায় এসেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ব্যবস্থাপনা ও অর্থায়নে।

শুক্রবার ০৩ অক্টোবর বিকাল ৩:৩০ মিঃ এর সময় সরেজমিনে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে রাস্তা মেরামতের কাজের উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ শফিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে জনাব শফিউল আলম বলেন “রাজনীতির লক্ষ্য শুধু ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। দক্ষিণ হালিশহরের এই রাস্তা বহু বছর ধরে মেরামতের অভাবে জনদুর্ভোগ বাড়িয়েছে। কিন্তু জনপ্রতিনিধিরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব ভুলে গেছেন। আমরা জনগণের অর্থে জনগণের কল্যাণেই কাজ করছি। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে এলাকার প্রতিটি সড়ক, ড্রেন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে।”

তিনি আরো অভিযোগ করেন, সরকার উন্নয়নের নামে হাজার কোটি টাকা ব্যয় দেখালেও সাধারণ মানুষের জীবনে এর সুফল নেই। বরং দুর্নীতি ও লুটপাটে জনগণ আজ অসহায় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জামায়াত মাঠে নেমে সরাসরি জনসেবামূলক কাজ করে মানুষের আস্থা অর্জন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহেদ,ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মোঃ ফখরুল ইসলাম,গাজী ওমর ফারুক,জি এম রাসেল,মোঃ আনিসুর রহমান,এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

রাস্তা মেরামতের কাজে এলাকাবাসী আনন্দ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। শিশু-কিশোরদের স্কুলে যাওয়া, অসুস্থ রোগী আনা-নেওয়া কিংবা সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল—সব কিছুই ছিল দুর্বিষহ। আজ জামায়াতের উদ্যোগে কাজ শুরু হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। জনগণের প্রকৃত প্রতিনিধি তারাই, যারা মাঠে নেমে জনগণের কষ্ট লাঘব করে।”

৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডটি নগরীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। কিন্তু দীর্ঘদিন ধরে এ অঞ্চলের অবকাঠামো উন্নয়ন থেমে আছে। শহরের আধুনিকায়নের স্রোতে হালিশহরের সাধারণ মানুষ এখনো মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
এই বাস্তবতায় জামায়াত নেতাদের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে—“যারা প্রতিশ্রুতির রাজনীতি করে, তারা ব্যর্থ; আর যারা মাঠে নেমে কাজ করে, তারাই প্রকৃত জননেতা।”

চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম একদিকে যেমন জনগণের আস্থা ফিরিয়ে আনছে, অন্যদিকে নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণকেও নতুনভাবে সাজাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই ধারা অব্যাহত থাকে তবে চট্টগ্রাম-১১ আসনের ভোটাররা আগামী নির্বাচনে পরিবর্তনের পক্ষে নতুন এক সিদ্ধান্ত নিতে পারেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট