পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
বাংলাদেশ হিন্দু পরিষদ ঘোষিত নেত্রকোনা জেলার দশম শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মনকে নির্মমভাবে হত্যাকারী বকাটে কাউসারে ফাসি দাবিতে এবং বরগুনা বামনা উপজেলা চেয়ারম্যান লিটুর বহিস্কার দাবিতে ১২ মে রোজ শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন চট্টগ্রাম জেলা হিন্দু পরিষদ ও তার অঙ্গ সহযোগী সংগঠন ।এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হিন্দু পরিষদ চট্টগ্রাম দক্ষিন জেলার আহ্বায়ক বিকাশ কান্তি দাশ। চট্টগ্রাম দক্ষিন জেলার সদস্য সচিব বিকাশ চন্দ দে। মহানগর হিন্দু পরিষদে সভাপতি এডভোকেট প্রদীপ কান্তি দাশ। সাধারণ সম্পাদক রূবেল দে।। উত্তর জেলার হিন্দু পরিষদে আহ্বায়ক বাসুদেব চন্দ্র দে।। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রিপন দাশ। যুগ্ম আহ্বায়ক হৃদয় চক্রবর্তী। সদস্য টনি পাল।মহানগর হিন্দু ছাত্র পরিষদে সভাপতি চিন্ময় ঘোষ।সাধারণ সম্পাদক অভিজিৎ দাশ।
উত্তর জেলা ছাত্র পরিষদে সাবেক আহ্বানে জুয়েল শম্মা, পলাশ সেন,প্রমুখ। উল্লেখ্য, গত ২ মে দুপুর ২টার দিকে বিদ্যালয় থেকে ফেরার পথে বারহাট্টা উপজেলার ছালিপুরা এলাকায় মুক্তি বর্মনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাউছার নামে এক বখাটে। তারপর বিকাল ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
Leave a Reply