মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়ার মাজারের অফিস কক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাজার পরিচালনা কমিটি আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ করলেও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ মাজার পরিচালনা কমিটির দায়িত্বশীলরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৮ জুলাই (মঙ্গলবার) রাত ১১টা থেকে ৯ জুলাই (বুধবার) ভোর সাড়ে ৪টার মধ্যে মাজার প্রাঙ্গণে অবস্থিত অফিস কক্ষের ভিতরে রাখা একটি কাঠের বাক্সের দুইটি তালা ভেঙে মোট ৯ লাখ ৮২ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়। চুরি হওয়া টাকার মধ্যে মাজারের অফিসিয়াল ফান্ড, এতিমখানার তহবিল, খাদেমদের ভাতা এবং মিলাদুন্নবীর আয়োজনে সংগৃহীত অর্থ ছিল। এসব টাকা গত ২০ জুন ওরশ থেকে হাদিয়ার টাকা বলে জানা যায়।
জানা যায়, চুরির আগের দিন রাত ১১টা পর্যন্ত অফিসে মিটিং করছিলেন মুতাওয়াল্লি। পরেরদিন সকালে এসে দেখে তালা ভাঙা, বাক্সে টাকা নেই।
ঘটনার খবর শুনে মাজার অফিসে দেখা যায় চারদিকে রয়েছে সিসিটিভি ক্যামেরা। তবে এসব ক্যামেরা সেদিন সচল ছিলনা বলে জানান খাদেমরা। কেন মাজার কমপ্লেক্স, অফিসের সিসি ক্যামেরা সচল ছিলনা তার মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত রহস্য।
এ বিষয়ে মাজারের মুতাওয়াল্লি, যুগ্ম মুতাওয়াল্লির যোগাযোগের চেষ্টা করলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে অন্যান্য খাদেমদের সাথে কথা বললে তারাও মুখ খুলেনি।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
Leave a Reply