1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে মৃত্যুদণ্ডাদেশ সীতাকুণ্ডে দুই সড়ক দুর্ঘটনায় আহত ১, নিহত ১ সাজেকে ইঁদুর বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬৬ জুমচাষী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন সীতাকুণ্ডে গ্রাম পুলিশ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আবুরখীল নন্দন কানন বিদর্শন বিহারে কঠিন চীবর দান প্রথম পর্বে ট্রাষ্টির নেতৃবৃন্দ বান্দরবানে ১৩অক্টোবর সোমবারের হরতা‌ল প্রত্যাহার করছে নাগরিক পরিষদ আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’ মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি দক্ষিণ ধর্ম পুর শাখার মাহফিলে বক্তারাঃ আউলিয়াদের সংস্পর্শে মানুষের মধ্যে মানবিক গুণাবলি অর্জিত হয় পুলিশের প্রভুত্ব নয়, জনগণের সেবা চাই”— দৃঢ় অবস্থানে সাগুফতা বুশরা মিশমা

রাউজানে আবুরখীল শান্তিময় বিহারে দানোৎত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন ।

  • সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৫ পঠিত

রতন বড়ুয়া
রাউজান উপজেলার প্রাচীনতম বৌদ্ধ বিহার বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ১৭তম সংঘনায়ক আবুরখীলের জম্মজাত সন্তান প্রয়াত ভদন্ত দ্যুবরাজ মহাস্থবীর কতৃক প্রতিষ্ঠিত ধর্মগ্রাম পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে গতকাল ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার যথাযোগ্য ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

সারাদিন ব্যাপি অনুষ্ঠান মালায় প্রথম পর্বে ছিলো পরলোক গত ভিক্ষুসংঘ ও দায়কদের নির্বান সুখ কামনায় সংঘদান , অষ্টপরিস্কার দান ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ।
প্রথম পর্বের অনুষ্ঠানে পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন আবুরখীল নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সোবিতা নন্দ মহাথের ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ-উপকমিটির চেয়ারম্যান ভদন্ত অরুনানন্দ মহাথের ।
স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি আনন্দ প্রসাদ বড়ুয়া । পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষক রঞ্জন কুমার বড়ুয়া ।

প্রধান ধর্মদেশকের আসন গ্রহন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ভদন্ত সংঘানন্দ মহাথের ।
সদ্ধর্ম দেশনায় অংশগ্রহন করেন বাংলাদেশ মঙ্ক সোসাইটির সভাপতি তরুন সাংঘিক ব্যাক্তিত্ব উত্তর গুজরা বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত পূর্নানন্দ মহাথের ,শুদ্ধানন্দ-অভয়ানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ থের , আবুরখীল বড়িয়াখালী নালন্দা বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবপ্রিয় ভিক্ষু ।

এর পর শান্তিময় বিহারের নবরুপকার , কর্মবীর প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথেরর নামে প্রজ্ঞানন্দ স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করা হয় ।

বিকেল ৩ ঘটিকায় শুরু হয় মূল পর্ব দানোত্তম শুভ কঠিন চীবর দান । মঙ্গল প্রদিপ প্রজ্জলন করে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ধর্মদূত সোবিতানন্দ মহাথের সহ মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ ।

এরপর ফুল ও উত্তরীয় দিয়ে ভিক্ষুসংঘদের বরণ করেন বিহার পরিচালনা কমিটি ও প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ ।

রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পদক সাংবাদিক রতন বড়ুয়া ও শিক্ষক সুশীল বড়ুয়ার যৌথ সঞ্চালনায় উক্ত ধর্মানুষ্ঠানে প্রধান ধর্মদেশ ছিলেন বিচিত্র ধর্মকথিক ও সুদেশক খৈয়খালী ধম্মা বিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত উ পঞ্ঞা চক্ক মহাথের ।
শুরুতেই পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন আবুরখীল গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মশ্রী ভিক্ষু ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পূর্বআবুরখীল শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের ।
ধর্মীয় সংগীত পরিবেশন করেন জয়িতা বড়ুয়া ।

শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শান্তিময় বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া ও সাধারন সম্পাদকের বক্তব্য রাখেন বাবু পিকলু বড়ুয়া ।

এই ধর্মসম্মেলনে ধর্মদেশনা করেন আবুরখীল জেতবন বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় মহাথের , বান্দরবান ক্যামালং জাদির অধ্যক্ষ ভদন্ত মহাপাঞঞা মহাথের , আবুরখীল পন্ডিত ধর্মরাজ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মদর্শন থের ,আবুরখীল বিদর্শন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ থের ।

পঞ্চশীল প্রার্থনা করেন প্রবীন সমাজ সেবক সলিল বিকাশ বড়ুয়া ।
অনুষ্ঠানে শিক্ষার প্রচার প্রসারের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গ্রামের জম্মজাত সন্তান অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন কুমার বড়ুয়াকে শান্তিময় বিহার পরিচালনা কমিটি ও উপাসক উপাসিকার পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করেন ।
সব শেষে বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও সন্ধ্যায় প্রদীপ পুজা ও ফানুষ উত্তোলন করা হয় ।

 

তাছাড়াও প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে প্রজ্ঞানন্দ স্মৃতি পাঠাগারের ও শুভ উদ্বোধন করা হয়েছে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট