মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে রাঙ্গুনিয়া উপজেলায় শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক সভা ও সদ্য নিবন্ধন যুব সংগঠন যুব স্কোয়াড রাইডার্সের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। উপজেলা সহকারী যুব কর্মকর্তা মো. জামাল উদ্দীন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. হাসান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব। যুবদের মধ্যে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের প্রতিনিধি মো. জিয়াউর রহমান, যুব স্কোয়াড রাইডার্সের সভাপতি ইসমাঈল হোসেন নয়ন, নূরের আলো যুব সংগঠনের সভাপতি মো. ফাহিম, যুব উদোক্তা মো. কলিম উল্লাহ প্রমুখ।
শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন পাওয়া সংগঠন যুব স্কোয়াড রাইডার্স এর নেতৃবৃন্দের হাতে সনদ তুলে দেন অতিথিরা।
Leave a Reply