মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত হয়েছে পরিবেশবান্ধব উদ্যোগ ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫’।
বুধবার (৩০ জুলাই) উত্তর মাদার্শা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে একসাথে এক হাজারেরও বেশি গাছ রোপণ করা হয়। এই কার্যক্রমের মধ্য দিয়ে পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয় স্থানীয় জনসাধারণের মাঝে। আয়োজনটি ছিল উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের। সার্বিক সহযোগিতায় ছিল জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ), চট্টগ্রাম উত্তর জেলা শাখা।
অতিথির বক্তব্যে পরিবেশ সংরক্ষণের বার্তা
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক মোঃ একরাম হোসেন চৌধুরী। তিনি বলেন,
“এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র গাছ লাগানোর বিষয় নয়, বরং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য পৃথিবী গড়ার প্রতিশ্রুতি। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা দেশব্যাপী পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, উত্তর জেলা ছাত্রদল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
হাসানুজ্জামান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, যুবদল (উত্তর মাদার্শা ইউনিয়ন) মোঃ জাহাঙ্গীর আলম বাবর, কার্যনির্বাহী সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিট
মোঃ নাসির, সংগঠক, বিএনপি (উত্তর মাদার্শা ইউনিয়ন) মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক, ২ নম্বর ওয়ার্ড বিএনপি,,মোঃ আজগর হোসেন, সংগঠক, কৃষকদল (হাটহাজারী উপজেলা) অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ হাসান মুরাদ চৌধুরী, সদস্য সচিব, যুবদল (উত্তর মাদার্শা ইউনিয়ন)।
পরিবেশ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ সবাই:অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা গাছ লাগানোর পাশাপাশি তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন। এই উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সাধুবাদ জানায়।
এই ধরণের ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব উদ্যোগ কেবল রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে আরো কার্যকর ও দীর্ঘস্থায়ী হতে পারে বলে মত দিয়েছেন পরিবেশ সচেতন ব্যক্তিরা।
Leave a Reply