
বিশিষ্ট সেতার শিল্পী , শুদ্ধ সংগীত প্রচার প্রসার-প্রসারে নিবেদিত প্রাণ, সংগীতবোদ্ধা, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সুপরিচিত ও সমাজ সংগঠক মিহির কানুনগো মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। সমাজের সর্বক্ষেত্রে তাঁর অবদান স্মরণযোগ্য। সংস্কৃতি চর্চার ক্ষেত্রে ও অনগ্রসর শ্রেণীর ছেলে-মেয়েদের সুশিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে তিনি প্রচুর অবদান রেখেছেন। তাই স্মরণ সভায় বক্তাগণ গভীর শ্রদ্ধার সাথে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি প্রচার বিমুখ লোক ছিলেন, কিন্তু সামাজিক দায়িত্ববোধ ছিল অত্যন্ত প্রখর। গতকাল ২০ সেপ্টেম্বর শনিবার স্মরণ সভা আয়োজক পরিষদ চট্টগ্রাম’র উদ্যোগে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সেতারশিল্পী সমাজ সংগঠক মিহির কানুনগো’র স্মরণানুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্যে কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন উপরোক্ত কথাগুলো বলেন। কবি আশীষ সেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তাপস হোড়। আলোচক ছিলেন প্রফেসর রনজিত কুমার দে, দুলাল মজুমদার, প্রফেসর রীতা দত্ত, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, প্রফেসর নারায়ণ চৌধুরী, লেখক ও প্রাবন্ধিক সুভাষ দে, সুভাষ ভট্টাচার্য, তাপস কান্তি দে, হরিপদ চৌধুরী বাবুল, সজল দাশ, সাজীব বৈদ্য, গৌতম দাশ, মাধাই চন্দ্র নাথ, প্রয়াত পরিবারের সদস্য শান্তনু চৌধুরী (কানু)। উপস্থিত ছিলেন সাংবাদিক অরুণ নাথ, বাচিক শিল্পী প্রণব চৌধুরী, শিমুল দাশ প্রমুখ। সভার শুরুতেই মিহির কানুনগো স্মরণে বিবেকানন্দ সংগীত নিকেতনের শিল্পীদের পরিবেশনায় শোক সংগীত পরিবেশিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply