1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল পটিয়ায় ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেবে গাজী কে.ডি ফাউন্ডেশন বাঘাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর পরিবেশ সুরক্ষা স্কুল টিমের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত মহা সড়কে পটিয়া পৌরসভার ময়লার স্তূপ সরাতে সচেতন নাগরিক ফোরামের নাকধরা মানববন্ধন কর্মসূচি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, প্রাণে রক্ষা পেল শতশত যাত্রী  লংগদু উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান পানিতে ডুবে ৭ম শ্রেণীর ছাত্রের মৃত্যু কক্সবাজার যাওয়ার পথে সড়কেই ঝরলো বাবা-মেয়ের প্রাণ বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -৩ যৌথ রন্ধন রেসিপি গ্রন্থের “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” হলেন যারা

সাংবাদিক শাহনেওয়াজ এর আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৪৮ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম বাসস এর ব্যুরো প্রধান সাংবাদিকদের অভিভাবক সাংবাদিক শাহনেওয়াজ অসুস্থতা জনিত কারণে বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সহ সকল সাংবাদিক যারা বিভিন্ন কারণে অসুস্থ রয়েছেন, প্রত্যেকের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন চেরাগী পাহাড়স্থ লুসাই হলে চট্টগ্রাম এর দৈনিক নিউজ গার্ডেন পত্রিকার পক্ষ হতে। নিউজ গার্ডেন সম্পাদক কামরুল হুদার সভাপতিত্বে ও নিউজ গার্ডেন বার্তা সম্পাদক মোঃ সাইফুর রহমান সাইফুলের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ প্রেস কাউন্সিল নির্বাহী পরিষদের সাবেক সদস্য ও চট্টগ্রাম প্রেসক্লাব বিপ্লবী অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক মাইনুদ্দিন কাদেরী শওকত। তিনি তার বক্তব্যে বলেছেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা যা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বর্তমান যুগে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে সাংবাদিকতার গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল সাংবাদিকতার উত্থান এই পেশার প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়েছে। অনেকেই এখন সাংবাদিকতাকে একটি আকর্ষণীয় এবং সম্মানজনক পেশা হিসেবে বিবেচনা করছেন। সাংবাদিকতা কিন্তু একটি চ্যালেঞ্জিং ক্ষেত্র, যেখানে সত্যতা, বস্তুনিষ্ঠতা এবং গভীর অনুসন্ধানের প্রয়োজন হয়। একজন ভালো সাংবাদিককে সমাজের বিভিন্ন দিক সম্পর্কে জানতে ও বুঝতে হয়, পাশাপাশি সমাজের সমস্যাগুলো তুলে ধরতে হয়। একজন সফল সাংবাদিক হওয়ার জন্য প্রয়োজন: গভীর জ্ঞান ও আগ্রহ, কথা বলার দক্ষতা, তথ্য সংগ্রহ, অনুসন্ধিৎসা, বস্তুনিষ্ঠতা, সংবেদনশীলতা, সংযম ও নৈতিকতা। সাংবাদিকতা পেশায় আসতে হলে, এই গুণাবলী থাকতে হবে। তিনি আরো বলেন, কেউ কেউ সাংবাদিকতাকে ব্যবসা হিসেবে নিয়েছে। সেকারণে যে কেউ এ পেশায় আশার জন্য হুমড়ী খেয়ে পড়ছে। এটা জাতির জন্য অশনী সংকেত। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের অন্যতম সংগঠন ও করোনা যুদ্ধা ইজিঃ মোঃ জাবেদ আবছার চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজের আইকন, পরিচ্ছন্ন সাংবাদিক, জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির ঐক্যের প্রতীক, বাসস চট্টগ্রামের প্রধান, সিএমইউজে সভাপতি, মোহাম্মদ শাহনওয়াজ এর সুস্থতা প্রত্যাশা করছি। সাথে সাথে সমস্ত অসুস্থ সাংবাদিক ও তাদের পরিবারের সুস্থতা কামনা করছি। সবাই দোয়া করবেন যেন তারা দ্রুত আরোগ্য লাভ করে। আল্লাহ যেন সকলকে শেফায়ে কুল্লিয়া আজেলা কামেলা দান করে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক এম. নুরুল হুদা চৌধুরী, লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিনিয়র সহকারী পরিচালক মোসতাক খন্দকার, রাজনীতিবিদ দ্বীন মোহাম্মদ, হাফেজ মাহমুদুল হাসান, রাজনীতিবিদ সামসু উদ্দিন সামসু, সাংবাদিক ইসমাইল, ফারমান উল্লাহ, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শহীদুল ইসলাম, সরোয়ার উদ্দীন, জাকির হোসেন, মো: ছরওয়ার কামাল সহ প্রমুখ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে অসুস্থ সাংবাদিক মোহাম্মদ শাহ নওয়াজসহ সকল অসুস্থ সাংবাদিক ও তাদের পরিবারের আরোগ্য কামনা করে মুনাজাত করেন বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক মাওলানা হাফেজ আনোয়ার হোসেন রাব্বানী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট