
মোহাম্মাদ আলবিন(চট্টগ্রাম)আনোয়ারা প্রতিনিধি:
দৈনিক আজাদী মাল্টিমিডিয়ার আনোয়ারা প্রতিনিধি মোহাম্মদ সোহেলের পিতা মাওলানা এয়ার মোহাম্মদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) এর নেতৃবৃন্দ। শনিবার (৩রা জানুয়ারি) সকাল ৮টা ৪০ এর দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি ৩পুত্র ও ২কন্যা সন্তান রেখে যান। শনিবার আনোয়ারার বারখাইন বাদামতল মরহুমের নিজ বাড়িতে আসরের নামাজ পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
সাংবাদিক মোহাম্মদ সোহেলের বাবার মৃত্যুতে এক শোক বার্তায় সভাপতি এনামুল হক নাবিদ ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম বলেন, সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
Leave a Reply