নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার রোগীদের চিকিৎসা সেবা আরও কার্যকর করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স ও স্যাকমোরা অংশ নেন। সর্পদংশনে আগত রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিতে চিকিৎসক ও নার্সদের মধ্যে মতবিনিময় হয়।
ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, “উপজেলা পর্যায়ে সাপে কাটা রোগীদের জীবনরক্ষায় তাৎক্ষণিক সেবা প্রদানে চিকিৎসক ও নার্সদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।”
Leave a Reply