1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্দোলনের ত্যাগীদের মূল্যায়ন না হলে লজ্জা ছাড়া কিছু থাকবে না: মোস্তাক আহমেদ খাঁন ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসস পাঁচলাইশ থানার বর্ণাঢ্য র‍্যালি রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত সীতাকুণ্ড জান্নাতুল বানাত হিফয মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে নবীন- প্রবীণনের প্রতিদন্ধিতাঃ রাজনীতির মেরুকরণ চট্টগ্রামে ত্রিমুখী র‌্যাব-৭ এর অভিযান—গুলির পর্দা ফাঁস,অস্ত্রসহ ছয় সন্ত্রাসী গ্রেফতার সীতাকুণ্ডে মালবাহী ট্রেন বগি লাইনচ্যুত চট্টগ্রাম হা‌লিশহ‌রে ছুরিকাঘাতে যুবক খুন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ

সাবেক সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন সরকারের পিএসসি সদস্য মনোনীত হওয়ায় কিডনি রোগী কল্যাণ সংস্থার শুভেচ্ছা

  • সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ পঠিত

মো. আবদুল আলী

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রাম, শনিবার:
চট্টগ্রামের কৃতিসন্তান, সরকারের সাবেক সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদস্য হিসেবে মনোনীত হওয়ায় কিডনি রোগী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার সকাল ৯টায় তাঁকে চট্টগ্রাম জামালখানস্থ মিলেনিয়াম টাওয়ারে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান, প্রচার সম্পাদক মো. ওবায়দুল হক মণি, কার্যকরী পরিষদ সদস্য আহসান হাবীব বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট আলহাজ্ব ডা. মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মো. মোরশেদ প্রমুখ।

শুভেচ্ছা গ্রহণকালে নবনিযুক্ত পিএসসি সদস্য ড. মহিউদ্দিন বলেন, “চট্টগ্রামের বিপুল সংখ্যক বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সকলে মিলে দেশ গড়ার কাজে এগিয়ে এলে বাংলাদেশ স্বনির্ভর হতে বেশি সময় লাগবে না।”

এসময় কিডনি রোগী কল্যাণ সংস্থা তাঁর সমাজকল্যাণ সচিব থাকাকালে প্রদত্ত এক লক্ষ টাকার অনুদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানায়।

উল্লেখ্য, লোহাগাড়ার কৃতিসন্তান ড. মো. মহিউদ্দিনকে বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের প্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন পিএসসি সদস্য পদে নিয়োগ প্রদান করেন। ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু হেনা মো. মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর বা ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত, যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

ড. মহিউদ্দিনের পেশাগত জীবনে রয়েছে নানা সাফল্য। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিপিসির পরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, বিআইডব্লিউটিএ’র সদস্য এবং বিসিআইসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদানকারী ড. মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর (প্রথম শ্রেণি ও প্রথম স্থান) অর্জন করেন। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে জনব্যবস্থাপনায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

তিনি লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের মরহুম হাজি আব্দুল মজিদের পুত্র। তাঁর স্ত্রী মিসেস শিরীন আক্তার একজন গৃহিণী। তাঁদের তিন কন্যা – ডা. মেহের আফরিন, আনামিকা মহিউদ্দিন ও আনিকা মহিউদ্দিন।

ড. মহিউদ্দিন পিএসসি সদস্য মনোনীত হওয়ায় কিডনি রোগী কল্যাণ সংস্থা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য কিডনি রোগী কল্যাণ সংস্থা র প্রতিষ্ঠাতা মরহুম সাংবাদিক এস. এম জাহেদুল হক কতৃক গত ২০১৯ সালে কিডনী রোগীদের কল্যাণে উক্ত সংস্থা প্রতিষ্ঠা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট