
মোঃ কায়সার, চট্টগ্রাম প্রতিনিধি ।
চকবাজার থানার অফিসার ইনচার্জের নেতেৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স সহ চকবাজার থানাধীন নবাব সিরাজউদ্দৌলা রোডস্থ বালি আর্কেড নামক শপিং মলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট করা কালে ০১ (এক) জন ব্যক্তি কাধে ব্যাগ নিয়ে পাঁয়ে হেটে যাওয়ার সময় তাকে সন্দেহ হলে তাকে তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার কাঁধে থাকা ব্যাগের ভিতর হতে বিভিন্ন মডেলের ১৮টি মোবাইল ফোন পাওয়া যায়। আসামী উক্ত মোবাইল ফোন গুলোর বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। আসামীকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে সে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থান হতে উক্ত মোবাইল ফোনগুলো চুরি করেছে মর্মে স্বীকার করে। জব্দ তালিকা মূলে উক্ত আসামীর নিকট হতে ১৮ টি মোবাইল ও ১ টি সিনথেটিক কাপড়ের কালো রংয়ের ব্যাগ জব্দ করা হয়। গ্রেফতার পরবর্তী আসামীকে চকবাজার থানার মামলা নং-০১, তারিখঃ ০১/১১/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply