1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধোঁয়াশা কেটেছে,গ্রেপ্তার সিএমপির শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলকে অবশেষে সামনে আনলো পুলিশ সীতাকুণ্ড প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম উদ্বোধন ও শীত কালীন পিঠা উৎসব। চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে শোকজ সিলেট প্রেসক্লাবে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ঠোঁট-কাটা, তালু কাটা রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারী চালু এলপি গ্যাস সংকটে সাধারণ মানুষের চরম দুর্ভোগ; মজুদদারদের চড়া দামে নাভিশ্বাস জনজীবন -আলমগীর আলম পাহাড়ঘেরা জনপদে মানবতার উষ্ণতা ছড়াল জুনিয়র ব্লাড ফাউন্ডেশন প্রবাসী’র পক্ষে ব‍্যারিস্টার নাজির ও মীর্জা আসহাব এর বিমান ও পর্যটন সচিব ও উপদেষ্টার সাথে বৈঠক কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী সাজিয়ে ৪৭ কোটি টাকা লোপাট সাবেক ভূমিমন্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে দুদকের ৭ মামলা আনোয়ারায় চাঁদাবাজি ও হামলার মামলার পলাতক আসামি গ্রেপ্তার।

সিলেট জেলার ওসমানীনগরে অস্ত্র ও তাজা কার্তুজসহ অস্ত্রধারী সন্ত্রাসী জাকির গ্রেফতার

  • সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৫৩১ পঠিত

সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া খুন, ধর্ষণ, চাঞ্চল্যকর মামলার আসামী ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতাসহ অস্ত্র এবং মাদক উদ্ধারে জেলা পুলিশ সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

গত ২৯ এপ্রিল ২০২৩ তারিখ ওসমানীনগর থানাধীন মোল্লাপাড়া (চেবারপাড়া) এলাকার জনৈক জালাল উদ্দিন তার বর্গা চাষকৃত জমি হতে শ্রমিক নিয়ে ধান কাটার সময় একই তারিখ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময়ে গ্রেফতারকৃত আসামী জাকির আহমদ তার হেফাজতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে জালাল উদ্দিনকে ধান কাটার কাজে বাধা দেয়। জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়া প্রতিবাদ করায় গ্রেফতারকৃত আসামী জাকির আহমদ তার অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়াকে লক্ষ্য করে গুলি করে। এতে জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়। উক্ত ঘটনা স্থানীয় জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে।

সংবাদ পেয়ে ওসমানীনগর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাকির আহমদ (৩৪) পিতা-মৃত ময়না মিয়া গ্রাম-মোল্লাপাড়া (চেবার পাড়া) থানা-ওসমানীনগর জেলা- সিলেটকে তার বসত ঘর হতে গ্রেফতার করে এবং গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানোমতে উক্ত আসামীর বসতঘরের ভিতরে টয়লেটের ফলস্ ছাদের উপর হতে একটি পুরাতন কালো, নীল ও ছাই রঙের সুতির লুঙ্গি দিয়ে মোড়ানো ০১ টি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত সচল ওয়ান শুটার পাইপগান, ০১টি দেশীয় তৈরী কাটের বাটযুক্ত সচল পাইপগান, ০৬ রাউন্ড লাল রঙের তাজা কার্তুজ, ০১টি সবুজ রঙ্গের কার্তুজ এর খালি খোসা, ০১ টি লাল রঙ্গের মকমল কাপড় দ্বারা তৈরী গুলি রাখার খালি ব্যাগ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে ওসামনীনগর থানার মামলা নং-৩০ তারিখ: ২৯/০৪/২০২৩খ্রিঃ ধারা-১৯অ/১৯(ভ) ঞযব অৎসং অপঃ, ১৮৭৮; রুজু করা হয়।

প্রাথমিক অনুসন্ধান এবং থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী জাকির আহমদ এর বিরুদ্ধে নিম্নে উল্লেখিত একটি হত্যাচেষ্টাসহ মোট দুইটি মামলা পাওয়া যায়।

১। সিলেট এর ওসমানীনগর থানার,এফআইআর নং-৫, তারিখ-০৬ মার্চ, ২০২৩; জিআর নং-৪২, তারিখ-০৬ মার্চ,২০২৩, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড। ১৮৬০;

২। সিলেট এর ওসমানীনগর থানার ,এফআইআর নং-১২, তারিখ-২২ এপ্রিল, ২০১৬; জিআর নং-৪২; ধারা- ৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬ পেনাল কোড-১৮৬০।

গ্রেফতারকৃত আসামীর দখল হতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস এবং সরবরাহ দাতাকে সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আহত জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়া বর্তমানে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটে চিকিৎসাধীন আছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট