
সরোয়ার উদ্দিন আনসারী
ভ্রাম্যমাণ প্রতিনিধি।
নতুন বছর ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সীতাকুণ্ড সিকিউর সিটির সাপ্তাহিক মেলা প্রাঙ্গনে সাপ্তাহব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে জনপ্রিয় সামাজিক সংগঠন বাংলাদেশ আদর্শ ছাত্র ও যুব সমাজ।
এর আগে মহান বিজয়ের মাস ডিসেম্বর ২০২৫ উপলক্ষে অর্ধমাসব্যাপী একই ধরনের মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার ধারাবাহিকতায়, নতুন বছরকে স্বাগত জানিয়ে ৩ জানুয়ারি ২০২৬ ইং থেকে ৯ জানুয়ারি ২০২৬ ইং পর্যন্ত সীতাকুণ্ড সিকিউর সিটি মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের মাঝে এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সপ্তাহব্যাপী এই ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্পে সার্বিক সহযোগিতা প্রদান করে সীতাকুণ্ড মডার্ন হাসপাতাল লিমিটেড।
ক্যাম্পটি পরিচালনায় নেতৃত্ব দেন আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি মোক্তার হোসেন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তৌকির, প্রচার সম্পাদক মোঃ নয়ন এবং দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ। এছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য সাজিদ, লুৎফা, রনি, স্বেচ্ছাসেবী এলিট এবং শুভাকাঙ্ক্ষী সদস্য সুব্রত, টুম্পাসহ আরও অনেক সদস্য ও স্বেচ্ছাসেবক ক্যাম্পে উপস্থিত থেকে মানবসেবায় অংশগ্রহণ করেন।
আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সভাপতি মোক্তার হোসেন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু–এর নেতৃত্বে সংগঠনের সকল সদস্য সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজ পরিবর্তন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং একটি আদর্শ সমাজ ও দেশ গঠনের শপথ ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সংগঠনটির এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম চট্টগ্রামের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
Leave a Reply