1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যারিস্টার নাজিরের প্রতিভা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: ভিসি পাটোয়ারী স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল ড. ওয়ালী তছর উদ্দিনকে ইবিএফসিআই’র সংবর্ধনা প্রদান সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে গৃহকর্তার আত্মহত্যা সীতাকুণ্ডে উৎসবে থাকবে ১৪৫ প্রকারের ফুল – জেলা প্রশাসক কক্সবাজারে শতাধিক মাদ্রাসার ছাত্রদের বিনামূল্যে ডেন্টাল চেকআপ। চট্টগ্রা‌মে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশা, ভূমিকা ও চ্যালেঞ্জ। -আলমগীর আলম বাঘাইছড়িতে মারিশ্যা জোন ২৭ বিজিবির উদ্যোগে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুই দিনব্যাপী ওরছে গাউসুল আজম দস্তগীর ও মিলাদ মাহফিল সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার নবীণ বরণ অনুষ্ঠান সম্পন্ন

সীতাকুণ্ডে উৎসবে থাকবে ১৪৫ প্রকারের ফুল – জেলা প্রশাসক

  • সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ পঠিত

 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুন্ডে ৪র্থ বারের মত উদ্বোধন করতে যাচ্ছে ফুল উৎসব। এ ফুল উৎসবকে ঘিরে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। বিকেল ৩ টায় ফৌজদার হাট ডি সি পার্কে সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মাসব্যাপী ফুল উৎসবের উপর বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া। বক্তব্যে তিনি বলেন, এবারের ফুল উৎসবে ১৪৫ প্রকারের ফুল প্রদর্শিত হবে। এ উৎসবকে আনন্দ ঘন করতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব। ৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই ফুল উৎসব। তিনি আরও বলেন, শুক্রবার ৯ জানুয়ারি ফুল উৎসব উদ্ভোধন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজ, ডিআইজি আহসান হাবিব পলাশ, পুলিশ সুপার মোহাম্মদ নাছির আহমেদ খান।

মাসব্যাপী উৎসবে ২০ লাখ দর্শনার্থীর লক্ষ্যমাত্রা রয়েছে। পার্কের পশ্চিম পাশে সাগর, মাঝখানে জোড়া পুকুরের উপর জিপলাইনের আনন্দ উপভোগ করতে পারবে। উৎসবের ঘুরাঘুরি কিছু মুহূর্তের স্মৃতি ধরে রাখতে পেশাদার ফটোগ্রাফারের ব্যবস্থা রাখা হয়েছে। এবার পুকুরের দুই পাশেই ফুল উৎসব হবে। নতুন-পুরোনো ফুলের পাশাপাশি পার্কের নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত ফুলও থাকবে। পর্যাপ্ত স্বেচ্ছাসেবী রাখা হয়েছে। জায়ান্ট ফ্লাওয়ার, ট্রি হাউস, ট্রিপল হার্ট শেলফ, ট্রেন, বক, ময়ূরসহ বিভিন্ন নান্দনিক স্থাপনা। বিদেশি ফুলের মধ্যে রয়েছে লিলিয়াম, ম্যাগনোলিয়া ও ক্যামেলিয়া। দেশি ফুলের মধ্যে আছে গাঁদা, জবা, কৃষ্ণচূড়া, চন্দ্রমল্লিকা ইত্যাদি।

পার্কের উত্তর ও দক্ষিণ পাশে বিভিন্ন বিনোদন উপকরণ বসানো হয়েছে। পুকুরে কায়াকিংয়ের জন্য রাখা হয়েছে নৌকা। দক্ষিণ পাশের পুকুরটির ওপর দিয়ে নেওয়া হয়েছে জিপলাইন। মূল ফুল উৎসব এলাকা থেকে জিপলাইনে করে দর্শনার্থীরা পুকুরের পূর্ব পাশের ফুলের বাগানে যেতে পারবেন।

পুকুরের উত্তর পাশের পূর্ব পাড়ে বসানো হয়েছে খাবারের স্টল ও গ্রামীণ মেলার আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হিসেবে ভায়োলিন শো, কাউয়ালি সন্ধ্যা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট বিষয়ক স্টল। এছাড়া বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংষ্কৃতি নিয়ে অংশ নেবেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ফুল উৎসব এটি। মানুষের চাহিদার কারণে প্রতিবছর নতুন থিম যুক্ত করা হচ্ছে। এবার নতুন সংযোজন জিপলাইনসহ বিভিন্ন স্থাপনা সংযোজন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট