
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড স্ত্রীর সাথে অভিমান করে আত্নহত্যা করেছে গৃহকর্তা। রাত পৌনে আটটার সময় ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকায় ভোলা কলোনীর একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মো: জাফর দীর্ঘদিন যাবত সাবেক ইউপি সদস্য রমজান আলীর মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করতেন। সে বরিশালের মোঃ বাদশা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভাব অটনের স্বামী- স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। ঘটনার দিনও ঝগড়াঝাটির এক পর্যায়ে সকলের অগোচরে ঘরের ভিতরে বীমের সাথে গলায় ফাঁস লাগিয়ে দেয়। এ খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা।
Leave a Reply