
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী কে মনোনয়ন বঞ্চিত করায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে লাখো জনতা। সকাল ১১ টায় মহাসড়কের ৪০ কিলোমিটার পথে মনোনয়ন পূনঃবিবেচনার দাবীতে মানববন্ধন করেন নেতা-কর্মীসহ সব শ্রেনী পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, লায়ন আসলাম চৌধুরী সর্বস্তরের মানুষের সুখ দুখের সাথী। রাজনীতির কারণে জীবন যৌবনসহ সর্বস্ব হারিয়েছেন। জননন্দিত নেতার পরিবর্তে অন্য কারো হাতে ধানের শীষ দিলে তা মেনে নেয়া হবে না। এই আসনে আসলাম চৌধুরী বিকল্প কেউ নেই, ভবিষ্যতেও হবে না। তাই সীতাকুণ্ড ৪ আসনটি লায়ন আসলাম চৌধুরীকে দিতে হবে।
১০ ইউনিয়নের নেতা কর্মী সমর্থকরা মহাসড়কের বিভিন্ন এলাকায় সমবেত হয় মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে সমবেত নেতা কর্মীরা গানেও স্লোগান আসলাম চৌধুরীর গুনগান করতে থাকে।
Leave a Reply