
সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
সীতাকুণ্ডে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। সকাল ১১ টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ফুল উৎসবের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সচিব বলেন, এ ধরনের অনুষ্ঠান মনকে সুন্দর ও পরিচ্ছন্ন করবে। ব্যস্ততার মাঝে স্বস্তির নিঃশ্বাস নিতে হলে এমন আয়োজন আরও বৃদ্ধি করা দরকার। আনন্দ ঘন পরিবেশের সাথে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আনন্দ যৌথভাবে চালিয়ে যান।
৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলমান উৎসবে প্রতিদিন ৪-৫ হাজার দর্শনার্থী উৎসব উপভোগ করবে। গত বছরের তুলনায় উৎসবের বিস্তৃতি ঘটানো হয়েছে। গত বছর উৎসবে ১৩০ প্রকারের ফুল ছিল। এবারে ১৪০ প্রকার ফুল থাকছে। দর্শনার্থীদের আনন্দ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।
Leave a Reply