সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে মামলা বিহীন ছাড় পেয়ে যাচ্ছে দুর্ঘটনা কবলিত গাড়ি। আইনানুগ ব্যবস্থা ছাড়া গাড়ি ছেড়ে দেয়ায় সড়ক আইন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। আইনানুগ ব্যবস্থার পরিবর্তে দুর্ঘটনায় কবলিত পরিবহন কর্তৃপক্ষের সাথে সমযোতায় দেন দরবার আইনের প্রয়োগের ক্ষেত্রে ঘুষ বানিজ্য প্রধান হয়ে উঠেছে। পরিবহন আইনের প্রয়োগ না করে সমযোতার অযুহাত দেখিয়ে গাড়ি ছেড়ে দেয়ায় আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বারআউলিয়া হাইওয়ে থানার বিরুদ্ধে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় ব্যাপক জানমালের ক্ষতিগ্রস্ত হয়। এ সময় দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার থানা হেফজতে নিয়ে আসে হাইওয়ে পুলিশ। সড়ক পথে সংগঠিত দুর্ঘটনার পেছনে আইন বহির্ভুত পরিবহন চলাচল অন্যতম কারণ। আর বেআইনভাবে গাড়ি চলাচল করায় অধিকাংশ দুর্ঘটনা সংগঠিত হয়ে থাকে। অথচ আইনের প্রয়োগ না করে দুর্ঘটনা কবলিত গাড়ি কর্তৃপক্ষের সাথে দেনদরবারে সমযোতা নিয়ে ব্যস্ত হয়ে উঠেন কর্মকর্তারা। গত ৩১ জুন বাঁশবাড়িয়া দুর্ঘটনা কবলিত এলাকায় কার্ভাডভ্যান নং চট্টমেট্রো-ট ১১-৭১৩১ থানা হেফাজতে নেয়ার পর গাড়িটিকে আইনের আওতায় আনা হয়নি। একই কায়দায় ১ জুলাই পরের দিন বিকাল ৪ টায় ৭ নং রোড়ের মিনিবাস নং- চট্টমেট্রো-জ ১১-১০০৪ এর সাথে লরি নং ঢাকা মেট্রো ৮৪০১২৫ ’র সংঘর্ষের ঘটনায় গাড়ি দুটি থানা হেফাজতে নেয়া হয়। পরে কয়েক ঘন্টার ব্যবধানে গাড়ি দুটি ছেড়ে দেয়। দুর্ঘটনা কবলিত গাড়ি মালিকদের সাথে সমযোত হওয়ার পর থানা থেকে গাড়ি ছাড় পায় বলে জানান গাড়ি মালিকরা।
তারা বলেন,‘ দুপক্ষের মধ্যে সমযোতা না হওয়া পর্যন্ত গাড়ি ছাড়া হয়নি। থানার কর্মকর্তাদের সমন্বয়ে ক্ষতিপূরন দিয়ে ছাড় পেতে হয়েছে। দুপক্ষের মধ্যে সমযোতা হওয়ার পর গাড়ি ছেড়ে দেয়।
এ দিকে, দুর্ঘটনা কবলিত গাড়ি থানা হেফাজতে এনে দু-পক্ষের মধ্যে সমযোতার বানিজ্যের ঘটনা প্রতিনিয়ত চলছে। সড়ক ও পরিবহন আইন থাকা সত্বে তা প্রয়োগ না করে সমযোতার নামে বানিজ্যে লিপ্ত কর্মকর্তারা। পরিবহন আইনে মামলা দেয়ার এখতিয়ার থাকার পরও তা না মেনে গাড়ি ছেড়ে দিচ্ছে হাইওয়ে পুলিশ।
এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আবদুল মোমেন বলেন,‘ দুর্ঘটনা ঘটলে সড়ক নিরাপদ রাখার স্বার্থে গাড়িগুলো থানা হেফজতে আনা হয়। পরে ক্ষতিগ্রস্ত পক্ষদ্বয় মধ্যে সমযোতা হলে গাড়ি ছেড়ে দিতে হয়। অভিযোগ না থাকলে দুর্ঘটনা কবলিত পরিবহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা যায় না বলে জানান তিনি।
Leave a Reply