হযরত লুত ইবনে হারান ( আ:) ও খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সনজরি আজমীরি ( রহ:) এর স্মরণে সাময়িকী সূফীকথার উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সম্মাননা প্রদান ও ফাতেহা শরীফ গতকাল বাদে আসর হতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন’র চানপাড়ায় মাওলানা মোহাম্মদ আমীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া রুহুল ভান্ডার দরবার শরীফের আওলাদ শাহজাদা মাওলানা এস এম ইমরান হোসাইন মাইজভান্ডারী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন কদলপুর শাহে আশরাফিয়া দরবার শরীফ’র শাহজাদা মাওলানা আবু তৈয়ব শাহ আশরাফী, দরবারে রহমানিয়া শেখ নজর মোহাম্মদ মঞ্জিলের শাহজাদা শেখ আহম্মদ নূর ছিদ্দিকী আজাদ, ডিএক্সার ও লেখক নুর মোহাম্মদ, শফি ভান্ডার দরবার শরীফ এর শাহজাদা মোহাম্মদ ছালে নূর মাইজভান্ডারী, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ মুসা খান।
লেখক ও সংগঠক ডা: সুপন বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন সূফীকথা’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা মোহাম্মদ হাসান, লেখক বেলাল হোসেন চৌধূরী, মরমী শিল্পী মোহাম্মদ মুসলিম উদ্দিন, হাফেজ মোহাম্মদ রাহাত, সাংবাদিক মিলন বৈদ্য শুভ, বীমা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ জহির আহমদ, মোহাম্মদ আজগর, আকতার হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন, নুরুল আলম ইয়াছিন, তানভীর রহমান, মোহাম্মদ সাইমন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নবী হযরত লুত ইবনে হারান ( আ:) ও আউলিয়া ব্যাক্তিত্ব হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সনজরি আজমিরী ( রহ:) মানুষের হেদায়েত, মানবসেবা ও মানুষের ইহ- পরকালীন সার্বিক মুক্তির তরে আজীবন নিয়োজিত ছিলেন।
Leave a Reply