“খাজা বাহাউদ্দীন বোখারী (রহঃ)”
-মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
আরফানে বাবা সাম্মাছি করেছিলেন
ভবিষ্যত বাণী,
‘হাঁটার পথে নাকে ঘ্রাণ পাচ্ছি
এক আউলিয়ার খুশবুখানি’।
জন্ম নিলো আরফানে এক মহান
আল্লাহর ওলী,
খাজা বাহাউদ্দীন নামে বিশ্বে
ফুটলো ফুলের কলি।
জন্মের কিছুদিন পর নীত হলো
বাবা সাম্মাসির দরবারে,
তাঁকে দেখে মুগ্ধ তিনি শোকরিয়া করেন
আল্লা’র দরবারে।
তাঁর তত্ত্বাবধানের দায়িত্ব পেলেন
খাজা আমির কুলাল (রহঃ),
বাই’য়াত গ্রহণ করেন বাহাউদ্দীন
দেখে মুর্শিদের নূর জামাল।
পনের দিন সিজদায় থেকে করলেন
আল্লা’র দীদারের সাধন,
‘নক্সেবন্দীয়া তরীকা’ তিনি
দুনিয়ায় করলেন উদ্ভাবন।
নক্সেবন্দীয়া তরীকার ইমাম
সৈয়দ খাজা বাহাউদ্দীন(রহঃ),
উপাধি সামসুল আরেফিন
প্রচার করলেন আল্লা’র দ্বীন।
জন্ম তাঁর ৪ঠা মহররম বুখারায়
৭১৮ হিযরী সনে,
ইন্তেকাল- ৩রা রবিউল আউয়াল
মাজার উজবেকিস্তানে।
নক্সেবন্দীয়া তরীকার শেষ ইমাম
খাজা বাক্বীবিল্লাহ্ হয়,
মোজাদ্দেদ-ই আলফেসানী(রহঃ)
তাঁর নিকট থেকে খিলাফত পায়।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দদপুর, জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply