৮ জানুয়ারি বুধবার ইপসা, চট্টগ্রাম সিটি করপোরেশন ও ইউনিলিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্যা এনভায়রনমেন্ট ২০২৪’ অনুষ্ঠিত হয়। ১০টি সেচ্ছাসেবী সংগঠনকে এই ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্যা এনভায়রনমেন্ট এওয়ার্ড প্রধান করা হয়।সেচ্ছাসেবী সংগঠনগুলো হল, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, কায়ো বাংলাদেশ, ইকো নেটওয়ার্ক, লাল সবুজ সোসাইটি, রাজাখালী উন্মুক্ত পাঠাগার, ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনবল ডেভেলপমেন্ট, ইয়ুথ এ্যালায়েন্স ফর সাসটেইনবল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইয়ুথ কনজারভেশন নেটওয়ার্ক, ইয়ুথ পজিশন ইন বাংলাদেশ এবং ইয়ুথ ভয়েজ ফর চেঞ্জ। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে।
এই সময় এ্যাওয়ার্ড গ্রহন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ব
ইপসা’র প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী জনাব মো আরিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউনিলিভার বাংলাদেশ এর পরিচালক শামিমা আক্তার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিফাত বিনতে আরা সহকারী কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম।
এর পর শুরু হয় জুরিবোর্ডের মাধ্যমে নির্বাচিত হওয়া ১০টি সেচ্ছাসেবী সংগঠনের পরিবেশ সুরক্ষায় তাদের কার্যক্রমের উপর উপস্থাপনা। উল্লেখ্য, এই আয়োজনে প্রায় ২০০’র অধিক যুব ভলেন্টিয়ার ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়, সেখান থেকে ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে চুড়ান্তভাবে মনোনীত করা হয় ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্যা এনভায়রনমেন্ট ২০২৪’ অংশগ্রহণের জন্য।
এই প্রোগ্রামে অংশ নেয় বৃহত্তর চট্টগ্রামের অর্ধশতাধিক সেচ্ছাসেবী সংগঠনের প্রায় তিন শতাধিক যুব প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ , সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply