1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বহুল প্রতীক্ষার শেষে প্রথমবারের মতো গঠিত হলো ১২ নং সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কমিটি, রাজপথে আনন্দ র‍্যালী ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি। রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি চট্টগ্রাম নগরীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের নিয়ে আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক’র ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন। শঙ্খ নদীতে ভেসে আসল অর্ধগলিত যুবকের লাশ লালন সাধনার এক অনন্য দূত ফরিদা পারভীন। -সোহেল মো. ফখরুদ-দীন স্ত্রীকে ধর্ষণের পর তার সামনেই স্বামীকে হত্যা,ঘাতক আটক

মানবতার সেবক ডা. মোঃ ইউছুপ আলী

  • সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৯৭ পঠিত

মোঃ বজলুর রহমান, কক্সবাজার, ( ঈদগাঁও)

কক্সবাজার জেলা, ঈদগাঁও উপজেলা সর্ববৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত “ঈদগাঁও মডেল হাসপাতালে” র মানবিক ডাক্তার, ডাক্তার ইউছুপ আলী।
যার মানবিক ব্যবহারের মধ্যে সত্যিকারের ভালোবাসা ও সততায় মুগ্ধ হতে হয়। তিনি উদার মানবদরদি সামাজিক মানুষ ডা. ইউছুপ আলী । তিনি যেমন উদার মনের অধিকারী , তেমনি তার হাসপাতলটি যে কোন অসহায় মানুষের জন্য উন্মুক্ত ।
তিনি যেন পূর্ণিমার পূর্ণ জোছনার আলোর মতো চিকিৎসা সেবায় আলো ছড়িয়ে দিচ্ছেন পুরো ঈদগাঁও উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকায় ।
একজন চিকিৎসক মানুষকে সেবা করার যত বেশি সুযোগ পান, অন্য পেশাজীবীরা তা পাননা। তিনি একজন মানবিক ডাক্তার হিসেবে সবার কাছে সুপরিচিত।

একজন চিকিৎসকের অন্যতম দায়িত্ব হচ্ছে রোগীকে সম্মান করা। কোনোরূপ তুচ্ছতাচ্ছিল্য না করা। বন্ধুসুলভ আচরণ করা।, অঙ্গীকারবদ্ধ, দেশপ্রেমিক, দায়িত্বশীল ও দয়ালু হতে হয়। সব কিছু যেন তার মধ্যে বিদ্যমান।
এমনই একজন সদালাপী, মানবিক চিকিৎসক ডা. ইউছুপ আলী। তাঁর আন্তরিকতা আর আলাপনেই রোগী অনেকটা নির্ভরতা খুঁজে পান। সুস্থ হয়ে ওঠার মনোবল ফিরে পান। তিনি রোগীকে আপন করে নিতে পারেন। শুধু রোগী নয়, মানুষকে আপন করে নেওয়ার অন্যতম গুন রয়েছে তাঁর, যা সবাইকে মুগ্ধ করে।

বড় বিথী,কোরকপাতা,আলিকদমের রেং ছিং ম্রো মাথার ইন্জুরী এবং একশিরা রোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, তার কোন টাকা পয়সা না থাকাই অসুস্থতা নিয়ে বাড়িতে কাতরাচ্ছিলেন , মানবিক ডাক্তার, ডাক্তার ইউসুফ আলী খবর পেয়ে তাঁর হাসপাতালে নিয়ে আসেন,দীর্ঘ ২৩ দিন ঈদগাহ মডেল হাসপাতালে ডাক্তার ইউসুফ আলীর তত্ত্বাবধানে চিকিৎসা শেষ করেন , সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে বাড়িতে চলে যায় ।
তাঁর দীর্ঘদিনের চিকিৎসায় অপারেশন, ওষুধ এবং হাসপাতালে যাবতীয় খরচ সহ ৫৩ হাজার ১ শত ২০ টাকা মওকুফ করে দেন ডাক্তার ইউসুফ আলী। ৩ তারিখ ৫ মাস ২০২৫ ইংরেজি তারিখে সম্পূর্ণ সুস্থ হয়ে রোগী বাড়ি ফিরে যান। রোগী এবং রোগীর স্বজনেরা হাসপাতাল এবং ডাক্তার ইউসুফ আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট