1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জেলা-৩ কনভেনশনে ‘সেরা এপেক্সিয়ান’ নির্বাচিত এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান পালাকাটা ক্যাডেট দাখিল মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন আরবি ভাষাকে সম্মান জানানো নিজেকে সম্মানিত করার অংশ -ধর্ম উপদেষ্টা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বিজয় দিবস উদ্যাপন পটিয়া স্টেশন রোড ব্যাবসায়ী সমিতির এক বছর পর্দাপনে আলোচনা সভা অনুষ্ঠিত বিজয় দিবসে এপেক্স ক্লাব অব পটিয়ার কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে মহান বিজয় দিবস উদযাপন রাউজান প্রেসক্লাবের উদ্যোগে বিজয় দিবস পালন করা হয়েছে আলোকিত ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বিজয় দিবস পালন

মা দিবস -শায়ের মুহাম্মদ আকতার উদদীন

  • সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৬৭ পঠিত

মা দিবস
শায়ের মুহাম্মদ আকতার উদদীন

মা, এমন একটি শব্দ—যেটি শুনলেই হৃদয়জুড়ে এক অন্যরকম অনুভূতি জন্ম নেয়। পৃথিবীর সব ভাষার সব শব্দকে একত্র করলেও ‘মা’ শব্দের মতো গভীরতা, ভালোবাসা ও আত্মত্যাগের প্রকাশ আর কোনো শব্দে হয় না।

আমার মা আজ পৃথিবীতে নেই। কিন্তু তাঁকে আমি ঠিক সে রকমই ভালোবাসি যেমনটা একজন সন্তান তার জীবিত মাকে ভালোবাসে। আজকের এই দিনে আমি তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি। তার জন্য আমার হৃদয়ের প্রতিটি কোণ থেকে দোয়া—আল্লাহ তাআলা যেন তাঁর কবরে নূরের বৃষ্টি বর্ষণ করেন, তাঁকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। আমিন।

মা মানে আশ্রয়। মা মানে নিরন্তর মেহনত, নিঃস্বার্থ ভালোবাসা আর পরম নিরাপত্তা। মা এমন একজন যিনি সন্তানের এক ফোঁটা অশ্রু দেখলে নিজের সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে প্রস্তুত থাকেন। একটা সন্তান যত বড়ই হোক না কেন, মায়ের কাছে সে আজীবন ছোটই থেকে যায়।

যাঁদের মা এখনো জীবিত আছেন, আমি তাঁদের বলবো—আপনারা সত্যিই ভাগ্যবান। মা-ই এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। তাঁর যত্ন নিন, তাঁর কথা শুনুন, তাঁর সঙ্গে সময় কাটান। কারণ মা একবার চলে গেলে—চাইলেও আর ফিরিয়ে আনা যায় না। তখন শুধু দোয়ার জায়গাটুকুই থেকে যায়।

হাদীস শরীফে এসেছে, “জান্নাত মায়ের পায়ের নিচে।” ভাবুন তো, একজন মা কত বড় মর্তবায় অধিষ্ঠিত যাঁর সন্তানের জান্নাত লাভ তাঁর সন্তানের আচরণের ওপর নির্ভর করে!

আজকের এই বিশেষ দিনে আমরা যারা মাকে হারিয়েছি, তারা মাকে নিয়ে স্মৃতিচারণ করে হয়তো চোখের পানি ফেলি, কিন্তু এটুকু আশা করতেই পারি—আমাদের দোয়া হয়তো পৌঁছে যাবে তাঁর কাছে।

আজকের এই দিনে আমি দোয়া করি—
যারা জীবিত মা-বাবাকে পেয়েছেন, তারা যেন তাঁদের খেদমতে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন।
আর যারা মা-বাবাকে হারিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাঁদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং তাঁদের পরকালে শান্তি ও মুক্তি দান করেন।

পরিশেষে বলবো—মা দিবস শুধু একটি দিন নয়, প্রতিটি দিনই হওয়া উচিত মা-বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও খেদমতের দিন।

আল্লাহ আমাদের সবাইকে মা-বাবার প্রতি দায়িত্বশীল বানাক, তাঁদের দোয়া পাওয়ার সৌভাগ্য দান করুন এবং তাঁরা না থাকলে—তাঁদের জন্য দোয়া করার তাওফিক দিন। আমিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট