মোহাম্মদ জাবেদ, মন্ট্রিয়ল, কানাডাঃ
কানাডায় মন্ট্রিয়লের প্রাচীন ও সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ালের জমকালো আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হলো, বৈশাখী ১৪৩২ মেলা ও সাংস্কৃতিক অনুষ্টান।
বৈশাখকে নতুন করে বরণ করে নিতে এই অনুষ্টানের আয়োজন। আয়োজকদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় উল্লাস উদ্দীপনার মধ্যে দিয়ে নানান সাজে শত শত বাঙ্গালী ললনাদের বাহারি শাড়ীতে ও পুরুষদের নানা রঙ্গের পাঞ্জাবীর সহ বাংলার নানান সাজে মঙ্গল সোভাযাত্রার রেলির মধ্যে দিয়ে দিনটি শুরু হয়, মন্ট্রিয়লের লাভোয়া স্কুল অডিটরিয়ামে। আয়োজনের মধ্যে অন্যতম ইভেন্ট ছিলো মেলা। বেশ কিছু তরুন / তরুনী উদ্দ্যেগে এই মেলায়, বাংলাকে তুলে দরা হয়েছে বেনারসি, জামদানী শাড়ী,কুর্তা,পাঞ্জাবী, কসমেটিকস, সহ বাংলার নানান স্বাধের পিঠা ও খাবারের স্টলে কানায় কানায় পরিপূর্ণ হয় মেলার আঙ্গিনা। মেলায় সাংস্কৃতিক অনুষ্টানের প্রধান আকর্ষণ ছিলো বাংলাদেশ থেকে এই প্রথম কানাডা’র মন্ট্রিয়ল আগত জনপ্রিয় কন্ঠ শিল্পি ডলি সায়ন্তনী। শিল্পী তার চীরচেনা গান রং কাটা জিন্সের প্যান্ট পড়া গান শুনিয়ে দর্শক মাতিয়ে রাখেন। অন্যান্যদের মধ্যে গান পরিবেশন করেন সোসাইটি সাংস্কৃতিক সম্পাদক, কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ, দেবপ্রিয়া কর রুমা, অনুজা দত্ত, সাফিনা করিম, মিলি ইসলাম, মৃণাল পিংকু, বি জামান সুজন, আইয়ুব প্রবাসী, নাজনীন নিশা,
সাবিনা আক্তার রোজী, বেলাল আহমেদ, কিয়াম উদ্দিন ও অর্ক। আবৃত্তিতে অংশগ্রহণ করেন, সঞ্জীব দাস উত্তম, মুফতি ফারুক,
তৌফিকুর রহমান রাঙা, রাবেয়া হোসেইন,
ইয়ারা, নৃত্য পরিবেশনা করেন জসিম একাডেমি, প্রিয়া, রিয়া ও মানিসা ও একক নৃত্য পরিবেশনা করেন দীপান্বিতা।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৈশাখী র্যালি ও মূল উনুষ্ঠান উপভোগ করেন কানাডায় নব নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত জনাবা নাহিদা সুবহান। অনুষ্টানের গ্রান্ড স্পন্স ছিলেন টিম হর্টন্স, আলম গ্রুপের চেয়ারম্যান, জনাব সানু আলম।
Leave a Reply