1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বাঘাইছড়িতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশ জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বিজয় দিবস পালন সীতাকুণ্ডে বিজয় দিবস উদযাপিত বাঁশখালীতে ডিবির চেকপোস্টে অস্ত্রবাহী টেম্পু,৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার, গ্রেফতার- ২ ধানের শীষ সমর্থক গোষ্ঠী আকবর শাহ থানা কর্তৃক আয়োজিত কর্মীসভা ও মতবিনিময় সভা। ২য় বর্ষ পেরিয়ে ৩য় বর্ষে সিএইচটি বার্তা ঈদগাঁওতে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন বায়েজিদের কুখ্যাত ধর্ষণের হোতা এলাকায় ঘুরছে বুক ফুলিয়ে

কোরবানির পশুর চামড়া কিনে ক্ষতির শিকার চট্টগ্রামের মৌসুমী ব্যবসায়ীরা

  • সময় রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩৯৫ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে এবছর ৪ লাখ কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন আড়তদাররা। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ও লবণের দাম কম থাকায় এবার আড়তে ভালো দাম পাওয়ার আশা ছিল মৌসুমি ব্যবসায়ীদের।

কিন্তু বাস্তবতা ভিন্ন। বিগত বছরগুলোর মতো চামড়া বিক্রি হয়েছে নামমাত্র দামে।

শনিবার (৭ জুন) সকাল থেকে কোরবানির পর কাঁচা চামড়া সংগ্রহ করতে শুরু করেন মৌসুমি ব্যবসায়ীরা। দুপুরের পর থেকে তারা সংগ্রহ চামড়া নিয়ে যান নগরের আতুরার ডিপো এলাকার চামড়ার আড়তে। কিন্তু সেখানে গিয়ে হতাশ হয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা।

তারা জানান, ৭০০-৮০০ টাকা দিয়ে প্রতিটি চামড়া তারা কিনেছেন। কিন্তু কোনো আড়তদার সেই দাম দিয়েও চামড়া কিনতে রাজি হচ্ছেন না। অনেক ভালো চামড়াও ৪০০/৫০০ টাকার উপরে কেউ কিনছেন না। এতে ফের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

আগ্রাবাদের চৌমুহনী এলাকায় মৌসুমি ব্যবসায়ীরা অনেক চামড়া সংগ্রহ করে থাকেন। প্রতিবছর কোরবানির ঈদে জমজমাট হয়ে উঠে এ এলাকা।

সেখানের মৌসুমি ব্যবসায়ীরা জানান, আড়তদারেরা প্রতিটি ৩০০ থেকে ৩৫০ টাকার বেশি দামে কিনতে চাইছেন না।

তবে বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. মুসলিম উদ্দিন বলেন, লবণযুক্ত চামড়ার দাম ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। লবণ ছাড়া চামড়া বেশি দামে কেনার সুযোগ নেই। মৌসুমি ব্যবসায়ীদের এ বিষয়টি মনে রাখতে হবে।

তিনি আরও বলেন, একটি ২০ ফুটের চামড়ায় প্রায় ৫০০ টাকা খরচ পড়ে। এর মধ্যে প্রক্রিয়াজাতকরণ, পরিবহন খরচ, আড়তের খরচ সবকিছু অন্তর্ভুক্ত। তাছাড়া ট্যানারি মালিকেরা প্রতিটি চামড়ায় ২০ শতাংশ বাদ দিয়ে দেন।

এবছর কোরবানির পশুর লবণযুক্ত গরুর চামড়ার দাম গত বছরের চেয়ে ৫ টাকা বাড়িয়ে প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আর ঢাকার বাইরের চামড়ার দাম ৫ টাকা বাড়িয়ে প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা করা হয়েছে। একই সঙ্গে খাসি ও বকরির চামড়ার দাম ২ টাকা বাড়ানো হয়েছে।

আড়তদাররা জানান, ট্যানারিতে বিক্রির সময় ২০ শতাংশ বাদ দিয়ে প্রতি ফুটে ৫৫-৬০ টাকা পড়ে না। এছাড়া চামড়ার মানেও পার্থক্য থাকায় দামের হেরফের হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট