1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে  এক কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার,পাঁচ মাদক কারবারি আটক মানুষের পাশে থাকার লড়াই—নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন শ্রমিকদল নেতা বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীর সাজা বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন চট্টগ্রাম- কক্সবাজার রেলসড়কে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ জরুরি:নিরাপত্তাহীনতায় যাত্রীরা -আলমগীর আলম আন্দোলনের ত্যাগীদের মূল্যায়ন না হলে লজ্জা ছাড়া কিছু থাকবে না: মোস্তাক আহমেদ খাঁন ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসস পাঁচলাইশ থানার বর্ণাঢ্য র‍্যালি রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত সীতাকুণ্ড জান্নাতুল বানাত হিফয মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাঘাইছড়িতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২০৪ পঠিত

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের যৌথ আয়োজনে আজ সোমবার (৩০ জুন) বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
সেমিনারে মূল উপস্থাপক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার জনাব নাসিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। মূল উপস্থাপনায় জনাব নাসিম আহমেদ ‘উন্নত চুলা’ ও ‘বায়োগ্যাস প্লান্ট’ স্থাপনের গুরুত্ব, উপযোগিতা ও প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, “উন্নত মানের চুলা ব্যবহারে জ্বালানি খরচ তুলনামূলকভাবে অনেক কম হয় এবং এটি পরিবেশবান্ধব। সাধারণ মানের চুলায় প্রচুর ধোঁয়া ও কালি নির্গত হয়, যা কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। উন্নত চুলার ব্যবহারে গৃহিণীদের স্বাস্থ্য ভালো থাকে, হাঁড়ি-পাতিল কালো হয় না এবং এটি ‘গ্রীনহাউজ ইফেক্ট’ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বায়োগ্যাস প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “প্রাকৃতিক গ্যাসের মতো বায়োগ্যাস দিয়েও রান্না করা যায়। বায়োগ্যাস দিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, যানবাহন চালানো, খাদ্যশস্য সংরক্ষণ এবং ইনকিউবেটর পরিচালনাও সম্ভব। এছাড়া বায়োগ্যাস রেসিডিউ ব্যবহার করে উন্নতমানের জৈব সার, মাশরুম চাষ, মাছ চাষ, মুক্তো চাষ, কেঁচো চাষ, হাঁস-মুরগি ও মাছের খাদ্য উৎপাদন এবং বীজ অংকুরোদগম করা যায়।”
তিনি আরও জানান, জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট (আইএফআরডি) ইতোমধ্যে এডিপি অর্থায়নে ৩টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। এছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে আরও ২টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ পর্যন্ত আইএফআরডি সারাদেশে মোট ২৯,৭৯১টি পারিবারিক সাইজের বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেছে।
সেমিনারটি স্থানীয় পর্যায়ে টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট