এম এস শ্রাবণ মাহমুদ, রাঙ্গামাটি
দীর্ঘ ৩ দিন যাবত বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টি হওয়ার কারণে খাগড়াছড়ি -দীঘিনালা উপজেলা,রাংগামাটি মাইনি লংগদু, যাওয়ার একমাত্র যানবাহনের রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়।
এবং অনেক বসতবাড়ি দোকান পাট প্লাবিত হয়।
ফলে মানুষের চলাফেরা অত্যন্ত কঠিন হয়ে পরেছে,
বৃহস্পতিবার (১০ জুলাই)২৫ খ্রিঃ ছোট মেরুং বাজারেও পানি ঠুকে পড়েছে, ফলে ব্যবসায়ী ও ক্রেতা প্রত্যেকের জনজীবন কঠিন লড়াইয়ে’র সম্মুখীন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা এবং (মাউলানা রায়হান আল বাশার) এর সুত্রে জানা যায় এভাবে আরো কিছুদিন যাবত বৃষ্টি হতে থাকলে প্রত্যেকটা ব্যবসায়ীকে দোকানের মালামাল সরিয়ে নিয়ে,দোকান ত্যাগ করতে হবে।
অনেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা রয়েছে,প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার ঘোষনা করা হয়
Leave a Reply