1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে বিপিএল টি২০-২০২৬ উপলক্ষ্যে সিএমপি’র নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত বিএনপি নেতা আসলাম ও লেয়াকতসহ চট্টগ্রামে ১৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ সীতাকুণ্ডে নেতাকর্মীদের সাথে আসলাম চৌধুরীর শুভেচ্ছা বিনিময় “আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড টিম জামেয়া মহিলা কামিল মাদ্রাসা পরিদর্শন” সীতাকুন্ডে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা পেলেন বাংলাদেশের সন্তান ব্যারিস্টার মনোয়ার হোসেন ফটিকছড়ি দক্ষিণ ধর্ম পুরে বিশাল সুন্নী সমাবেশ ২২ ডিসেম্বর সফল করার আহবান আমে‌রিকা প্রবাসী বি‌শিষ্ট ব‌্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ সিআইপি অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননায় ভূ‌ষিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলপ্রকাশ ২৫ ডিসেম্বর

আমজনতার দল চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৩১ পঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের আগ্রাবাদস্থ হোটেল অতিথীতে আজ শনিবার (১২ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টায় আমজনতার দল চট্টগ্রাম জেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দলের জেলা পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ সালাউদ্দীন মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আহ্বায়ক মুহাম্মদ আজগর হোসেন জিহাদ।

এছাড়া চট্টগ্রাম মহানগরীর অন্তর্গত ১০টি থানার আহ্বায়ক ও সদস্য সচিবগণ, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থক সভায় অংশগ্রহণ করেন।

সভাটি সঞ্চালনা করেন চকবাজার থানা সদস্য সচিব মেহেদী হাসান সাগর।

সভায় দলের জেলা পর্যায়ের আসন্ন কর্মসূচি নির্ধারণ, বার্ষিক আয়-ব্যয়ের বিস্তারিত পর্যালোচনা, এবং বহুল প্রত্যাশিত জেলা কাউন্সিল আয়োজনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

সভায় নেতারা বলেন, জনগণের চাওয়া ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হলে দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করা জরুরি। এ লক্ষ্যে স্থানীয় ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা পর্যায়ে দলীয় কাঠামো শক্তিশালী করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা আহ্বায়ক মুহাম্মদ আজগর হোসেন জিহাদ তার বক্তব্যে বলেন, “দলকে আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুত রাখতে হলে সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। জেলা কাউন্সিল হবে অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নির্ধারণসহ কয়েকটি সাংগঠনিক কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নেতৃবৃন্দ বলেন, রাজনীতির মূল শক্তি হলো জনগণ, আর জনগণের সাথে সম্পর্ক দৃঢ় করতে হলে নীতি, আদর্শ ও কাজের মাধ্যমে মাঠে থাকতে হবে।

সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, অগ্রগতি এবং সংগঠনের সফলতা কামনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট