1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বর্ণাঢ্য আয়োজনে ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির মহল্লা উৎসব অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সাংগুর বোর্ড মিটিং ও শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা প‌রিবা‌রের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ঐতিহ্যবাহী কদম মোবারক মুসলিম এতিমখানায় ৩৩০ এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ বোয়ালখালী পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সীতাকুণ্ডে কেন্দ্র পরিদর্শনে রাষ্ট্রদূত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মনোনীত হলেন আর.এস.এম. নিজাম উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন। আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন। দেড়শো বছরের পুরনো জমিদার বাড়ির মিলনমেলা, শিকড়ের টানে এক হলেন উত্তরসূরিরা

চট্টগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

  • সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৮০ পঠিত

মোঃ শহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত হলো জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সম্প্রতি সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক চোরাচালান, দ্রব্যমূল্য বৃদ্ধি ও অবৈধ হাসপাতালের অনিয়ম—এসব বিষয়ে দফায় দফায় বিশ্লেষণ উঠে আসে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার); অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।

মূল আলোচনা ও সিদ্ধান্তসমূহ:
কিশোর গ্যাং দমন: আধুনিক প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।
অবৈধ অস্ত্র উদ্ধার: বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালানো হবে।
মাদক চোরাচালান রোধ: সীমান্ত ও উপকূলবর্তী এলাকা নজরদারিতে ড্রোন ও ট্র্যাকিং সিস্টেম ব্যবহারের পরিকল্পনা।
মানহীন হাসপাতাল: অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিত করে অভিযানে নামবে মোবাইল কোর্ট।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: বাজার মনিটরিং জোরদার করা হবে; অনলাইন রিপোর্টিং সেল খোলা হচ্ছে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে থানাগুলোতে বিশেষ ডেস্ক চালু হয়েছে। চট্টগ্রাম যেন মাদক ও অস্ত্রের করিডোর না হয়, সেদিকে সর্বোচ্চ নজরদারি চলছে।”

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “সরকারি কর্মসূচি ও ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা পর্যায়ে সমন্বয় টিম কাজ করবে। পাশাপাশি ভোক্তা অধিকার ও চিকিৎসাসেবার মান নিয়ন্ত্রণে জেলা প্রশাসন প্রযুক্তিনির্ভর মনিটরিং চালু করেছে।”

সভায় উপস্থিত সকল বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় চট্টগ্রামকে একটি সুশৃঙ্খল ও নিরাপদ জেলায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিশেষ দৃষ্টিকোণ:
আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব
জনগণের অংশগ্রহণমূলক প্রশাসনিক কাঠামো গড়ার প্রত্যয় অপরাধ নিয়ন্ত্রণে ‘ডেটা অ্যানালাইটিকস’ ও ‘রিয়েলটাইম রিপোর্টিং’ চালুর সুপারিশ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট