মোঃকায়সার. চট্টগ্রাম প্রতিনিধি।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায় জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে “জুলাই পুনর্জাগরণ ২০২৫” উপলক্ষে আজ ১৮ জুলাই ২৫ শুক্রবার সকাল ০৭:০০ ঘটিকায় এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে থেকে এ ম্যারাথনের শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা ও জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “এই ধরনের আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্ম জাতীয় চেতনায় উজ্জীবিত হবে এবং একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাবে।উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া প্রতীকী ম্যারাথনটি চুয়াডাঙ্গা সরকারি কলেজের গেট থেকে যাত্রা শুরু করে নির্ধারিত রুট অতিক্রম করে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রাণবন্ত উচ্ছ্বাস ও উদ্দীপনা। নানা বয়সের মানুষ এতে অংশগ্রহণ করে জাতীয় চেতনা ও ক্রীড়া মনোভাবকে তুলে ধরেন।ম্যারাথন শেষে সার্কিট হাউস প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়। প্রথম তিনজন বিজয়ী হিসেবে সজল, সবুজ ও সুজনকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়।
এই প্রতীকী ম্যারাথন আয়োজনের মাধ্যমে চুয়াডাঙ্গার সাধারণ জনগণের মধ্যে দেশপ্রেম, ঐক্যবদ্ধতা ও ক্রীড়াবান্ধব মনোভাব আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
Leave a Reply