1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
গৃহবধূকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার ভয়াবহ বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে ব্যস্ত ভিডিও করতে! -লায়ন মোঃ আবু ছালেহ্ এ. জেড. এম. শামসুল আলম: এক আলোকবর্তিকা জ্ঞান, সততা ও ইসলামী চিন্তার -সোহেল মো.ফখরুদ-দীন সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে নৌ পরিবহন উপদেষ্টা তিন ঘণ্টা পর বিচ্ছিন্ন কোচ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক শিশুহুমায়রার বাড়িতে সান্ত্বনা দিতে ছুটে গেলেন চসিক মেয়র ড. শাহাদাত হোসেন বাঘাইছড়িতে সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ সমিতি আজমানের শোকসভা ও দোয়া মাহফিল রংপুরে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক মাটি মামুন

চট্টগ্রামের উন্নয়নে বিশ্বদৃষ্টি আনতে কানাডা সফর শেষে ফিরলেন মেয়র ডা. শাহাদাত

  • সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৪ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

আন্তর্জাতিক সহযোগিতায় নতুন দিগন্তের সম্ভাবনাময়,উন্নত, আধুনিক ও আন্তর্জাতিক মানের একটি চট্টগ্রাম গড়ার লক্ষ্য নিয়ে কানাডা সফর শেষে নিজ শহরে ফিরেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। গত শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৪টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে মেয়রকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি প্রমুখ। তারা ফুল দিয়ে মেয়রকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে তিনি ২৮ জুন ২০২৫ তারিখে কানাডা সফরে গমন করেন। সফরকালে মেয়র ডা. শাহাদাত হোসেন কানাডার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, কূটনৈতিক প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জননেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি চট্টগ্রাম সিটির আধুনিক ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব নগর গড়ার রূপরেখা ও প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা নিয়ে আলোচনা করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রামের ভাবমূর্তিকে আরও শক্তিশালী করেছে।

শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সংযোগ
মেয়রের সফরের অন্যতম অর্জন হচ্ছে মন্ট্রিয়লের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় এবং চসিক পরিচালিত প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে কৌশলগত শিক্ষা বিনিময় চুক্তি (MoU) স্বাক্ষরের উদ্যোগ। এতে করে দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ের সুযোগ বাড়বে, যা চট্টগ্রামের তরুণদের জন্য আন্তর্জাতিক দরজা খুলে দেবে।

টরন্টোতে আন্তর্জাতিক বৈঠক ও সহযোগিতা আলোচনা-সফরকালে টরেন্টোর বাংলা টাউনের ড্যানফোর্থ এলাকায় অন্টারিও প্রাদেশিক সংসদের এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেয়র। সাক্ষাতে জলবায়ু সহনশীলতা, উদ্যোক্তা উন্নয়ন ও নার্সিং খাতে দক্ষ জনশক্তি তৈরিতে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

টরন্টো সিটি হলে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে টরন্টোর মেয়র অলিভিয়া চৌ এবং এমপিপি ডলি বেগমের এক যৌথ বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নগরের মধ্যে কৌশলগত সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও স্বাস্থ্য খাতে প্রশিক্ষিত জনবল আদান-প্রদানসহ নানা বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

জাতীয় স্বীকৃতি গ্রহণ:কানাডা সফর শেষে বুধবার রাতে ঢাকা ফিরে পরদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম স্থান অর্জনকারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র ডা. শাহাদাত হোসেন সম্মানসূচক ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।

মেয়রের এই আন্তর্জাতিক সফর শুধু চট্টগ্রামের মর্যাদা বাড়ায়নি, বরং নগর ব্যবস্থাপনায় বিশ্বমানের সহযোগিতার নতুন দুয়ারও খুলে দিয়েছে। উন্নয়নের এই গতিধারাকে স্থায়ী রূপ দিতে মেয়র আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণে যেভাবে এগিয়ে চলেছেন, তা নিঃসন্দেহে চট্টগ্রামের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

কানাডা সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট